৫. দীপিকা পাড়ুকোনে
২০০৭ সালে “ওম শান্তি ওম” সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বলিউডে পদার্পন করেন এই বলি সুন্দরী ৷ এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ৷ “লাভ আজকাল”, লাফাঙ্গে পারিন্দে , ইয়ে জবানী হে দিবানি , হ্যাপি নিউ ইয়ার, হাউসফুল, চেন্নাই এক্সপ্রেস, সহ বহু হিট ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ ২০১৫ সালে “পিকু” সিনেমার জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ৷ ২০১৮ সালে তার বহু প্রতীক্ষিত ও বিতর্কিত ছবি “পদ্মাবৎ” মুক্তি পায় যা সিনেমা হলে বিশাল সাফল্য পেয়েছে I শুধু বলিউডে নয় ২০১৭ সালে xXx: Return of Xander Cage সিনেমার মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেন এই নায়িকা ৷
৬.প্রিয়াঙ্কা চোপড়া:
২০০৩ সালে প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড খেতাব যেতেন৷ এরপর ২০০৩ সালে The Hero: Love Story of a Spy সিনেমার মাধ্যমে বলিউডে পদার্পন করেন ৷ আন্দাজ , মুজছে সাদি করোগী , ডন , বরফি ,ম্যারি কম ,কৃষ সহ বহু হিট ছবিতে অভিনয় করেছেন ৷ একাধিক বার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সহ দেশের প্রায় সমস্ত বড় অ্যাওয়ার্ডই তার ঝুলিতে গিয়েছে ৷ ২০১৬ সালে ভারত সরকার তাকে “পদশ্রী” পুরস্কারে ভূষিত করেন ৷ শুধু বলিউডে নয় হলিউডেও তিনি সমান জনপ্রিয় ৷ আমেরিকার জনপ্রিয় টিভি শো Quantico, তে অভিনয় করে তিনি সারা বিশ্বের নজর কাড়েন ৷
৭.সোনাক্ষি সিনহা:
বলিউডে তিনি দাবাং গার্ল নাম পরিচিত ৷ ২০১০ সালে “দাবাং” সিনেমায় সলমন খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটে এই নায়িকার ৷ এর পর আর পিছন ফিরে তাকাতে হয় নি ৷ “রাউডি রাঠোর”, সন অফ সর্দার , লুটেরা , দাবাং-২ সহ অনেক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ লুটেরা সিনেমায় অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ২০১৩ সালে ৷