ছবিতে দেখুন ২০১৮ সালের সেরা দশজন বলিউড সুন্দরী

Deepika Padukone (Photo credit twitter)

৫. দীপিকা পাড়ুকোনে

২০০৭ সালে “ওম শান্তি ওম” সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বলিউডে পদার্পন করেন এই বলি সুন্দরী ৷ এরপর আর পেছন ফিরে  তাকাতে হয়নি ৷ “লাভ আজকাল”, লাফাঙ্গে পারিন্দে , ইয়ে জবানী হে দিবানি , হ্যাপি নিউ ইয়ার, হাউসফুল, চেন্নাই এক্সপ্রেস, সহ বহু হিট ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ ২০১৫ সালে “পিকু” সিনেমার জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ৷ ২০১৮ সালে তার বহু প্রতীক্ষিত ও বিতর্কিত ছবি “পদ্মাবৎ” মুক্তি পায় যা সিনেমা হলে বিশাল সাফল্য পেয়েছে I শুধু বলিউডে নয়  ২০১৭ সালে  xXx: Return of Xander Cage সিনেমার মাধ্যমে হলিউডে  আত্মপ্রকাশ   করেন  এই নায়িকা ৷

প্রিয়াঙ্কা চোপড়া (Photo Credit twitter )

৬.প্রিয়াঙ্কা চোপড়া:

২০০৩ সালে প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ড খেতাব যেতেন৷ এরপর ২০০৩ সালে  The Hero: Love Story of a Spy  সিনেমার মাধ্যমে বলিউডে পদার্পন করেন ৷ আন্দাজ , মুজছে সাদি করোগী , ডন , বরফি ,ম্যারি কম ,কৃষ  সহ বহু হিট ছবিতে অভিনয় করেছেন ৷ একাধিক বার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সহ দেশের প্রায় সমস্ত বড় অ্যাওয়ার্ডই তার ঝুলিতে গিয়েছে ৷ ২০১৬ সালে ভারত সরকার তাকে “পদশ্রী” পুরস্কারে ভূষিত করেন ৷ শুধু বলিউডে নয় হলিউডেও তিনি সমান জনপ্রিয় ৷ আমেরিকার জনপ্রিয় টিভি শো  Quantico, তে অভিনয় করে তিনি সারা বিশ্বের নজর কাড়েন ৷

Sonakshi Sinha (ফটো টুইটার থেকে )

৭.সোনাক্ষি সিনহা:

বলিউডে তিনি দাবাং গার্ল নাম পরিচিত ৷ ২০১০ সালে “দাবাং” সিনেমায় সলমন খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটে এই নায়িকার ৷ এর পর আর পিছন ফিরে তাকাতে হয় নি ৷ “রাউডি রাঠোর”, সন  অফ সর্দার , লুটেরা , দাবাং-২ সহ অনেক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ লুটেরা সিনেমায় অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পান ২০১৩ সালে ৷