আজ সকাল থেকে উলুবেড়িয়া ও নোয়া পাড়ার উপ নির্বাচনের ভোট গননা শুরু হয়েছে । কিন্তু এদিন ভোট দেওয়া কে কেন্দ্র করে উলুবেড়িয়ার গঙ্গারামপুরে তৃনমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের মূল কারন ছাপ্পা ভোটকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ জোর করে পোলিং অফিসারকে পুলিশের সামনে চোখ রাঙিয়ে ছাপ্পা ভোট দিতে থাকে গঙ্গারাম পুরের স্থানীয় তৃনমূল কর্মীরা। এর প্রতিবাদ করায় আমাদের কে বন্দুক লাঠি দিয়ে মারতে আসে। বিজেপি নেতারা আরো বলেন শাসকদল জানে তারা নিশ্চিত পড়াজিত হবে এই কারনে তারা ছাপ্পা ভোট এবং বুথ দখলের লড়াইয়ে নেমেছে।
অবশ্য তৃনমূলীরা বলেন এটা বিজেপির সাজানো ঘটনা ওরাই নিজেদের মধ্যেই মারপিট বাধিয়ে তৃনমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চাইছে। আরো বলেন এসব না করে তার থেকে হার স্বীকার করাই ভালো।vi.ai, 666323569612544, DIRECT
সুত্রের খবর সকাল ৯ টা নাগাদ এক তৃনমূল কর্মী এক মৃত ব্যক্তির ভোটার কার্ড নিয়ে জোর করে ভোট দিতে যান আর সেখান থেকেই শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। বিজেপি অবশ্য দাবী করেন এর ভিডিও ফুটেজ
সহ সমস্থ ঘটনার বিবরন প্রমান সহ নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে পুনরায় নির্বাচনের দাবী জানাবো। তৃনমূল নেতারা প্রকাশ্যে গুলি বোমার লড়াই করছে ঠিক প্রশাসনের সামনেই, অভিযুক্তদের গ্রেফতার করা তো দুরের কথা তাকিয়ে তাকিয়ে দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করলেন পুলিশ কর্মীরা। এদিন পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় স্থানীয় বিজেপি নেতাদের। তারা বলেন তৃণমূল পুলিশ ও নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে নিজেদের মত করে ছাপ্পা ভোট দিয়ে চলেছে।