সারা দেশেই দিনকে দিন বেড়ে চলেছে আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যা ৷ পশ্চিমবঙ্গেও সেই ধারা অব্যাহত রয়েছে এবং জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যা প্রায় ৫০০ এর কাছে ৷ আর এতেই বেজায় চটেছে রাজ্য সরকার ৷ এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কিভাবে রাজ্যে এভাবে আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে তা খতিয়ে দেখা হবে সেই সাথে যে সমস্ত স্কুলগুলি বর্তমানে চালু রয়েছে সেগুলোও রাজ্যের শিক্ষা বিধি মেনে চলছে কিনা তা তদন্ত করে দেখা হবে ৷ যদি তদন্তে কোনো রকম অসঙ্গতি পাওয়া যায় তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷
সরকারি সূত্রে দাবি রাজ্যে বর্তমানে ৪৯৩টি স্কুল আরএসএস ভাবধারায় পরিচালিত হচ্ছে এর মধ্যে ১২৫ টি স্কুলের নো অব্জেকশন সার্টিফিকেট নেই ৷
এখন প্রশ্ন হচ্ছে সারা দেশেই যেখানে আরএসএস পরিচালিত স্কুলগুলি কোন রকম বাধা ছাড়াই চলছে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের কেন এত মাথাব্যথা ৷ এব্যাপারে রাজ্য সরকারের বক্তব্য আমরা খবর পেয়েছি আরএসএস পরিচালিত অনেক স্কুলেই উগ্র হিন্দুত্বের পাঠ দেওয়া হচ্ছে ৷ এব্যাপারে প্রাক্তন আরএসএস সদস্য তথা বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন সারা দেশেই আরএসএস পরিচালিত স্কুল চলছে এই সমস্ত স্কুল গুলিই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নিদিষ্ট শিক্ষা বিধি মেনেই চলে ৷ আরএসএস পরিচালিত স্কুল গুলিতে শিক্ষার্থীদের মানুষের মত মানুষ এবং দেশ প্রেমিক হিসেবে গড়ে তোলা হয় ৷ তিনি আরো বলেন রাজ্য সরকার প্রতিহিংসা পরায়ণ হয়েই এই সমস্ত ভিত্তিহীন অভিযোগের অজুহাতে এই সমস্ত স্কুলগুলিকে বন্ধ করতে চাইছে ৷ কিন্তু সেটা করলে রাজ্যের মানুষ তা মোটেও ভালোভাবে নেবে না ৷ তিনি আরো বলেন রাজ্যসরকার বরং অবৈধ মাদ্রাসাগুলোর দিকে নজর দিক যেখানে জঙ্গি তৈরি হয় ৷
বিরোধী সিপিএম অবশ্য রাজ্য সরকারকেই দায়ী করে বলেন এই স্কুলের সংখ্যা বৃদ্ধির জন্য রাজ্য সরকারই দায়ী কারণ তারাই এই স্কুলগুলি খোলার অনুমতি দিচ্ছে ৷ স্কুলের অনুমোদন দেওয়া তো রাজ্য সরকার বন্ধ করেনি ৷
তবে প্রশ্ন হচ্ছে এই স্কুলগুলিতে কি সত্যি সত্যি উগ্র হিন্দুত্বের পাঠ দেওয়া হয় ? এব্যাপারে প্রশ্ন করলে আরএসএস পরিচালিত এক স্কুল শিক্ষক বলেন আমাদের স্কুলে জাতি ধর্ম নির্বিশেষে সমাজের সকল স্তর থেকে ছাত্রছাত্রীরা শিক্ষা নিতে আসে ৷ এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সুনিদির্ষ্ট শিক্ষা বিধি মেনেই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় ৷ সাথে অতিরিক্ত হিসেবে ছাত্র-ছাত্রীদের নৈতিকতার পাঠ দেওয়া হয় ৷ কোন রকম উগ্র হিন্দুত্ব কিংবা ধর্মান্ধতার পাঠ এখানে দেওয়া হয় না ৷