সাত-সকালে ছয় জঙ্গি ও সাত পাক সেনাকে খতম করলো ভারতীয় সেনা I

ছবি টুইটারের সৌজন্যে
ছবি টুইটারের সৌজন্যে
ছবি টুটারের সৌজন্যে
ছবি টুটারের সৌজন্যে

সাত-সকালে ছয় জঙ্গি ও সাত পাকিস্তানী সেনাকে খতম করে পাকিস্তান কে কড়া জবাব দিল ভারতীয় সেনা I এদিন ভোরবেলা ঘন কুয়াশার সুযোগ নিয়ে ছয় পাক জঙ্গি জম্মু -কাশ্মীরের উরি সেক্টর দিয়ে  সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে I জঙ্গিদের এই গতিবিধি ভারতীয় সেনার নজরে আসার পর শুরু হয় গুলির লড়াই এবং একপর্যায়ে ছয় জঙ্গিকেই খতম করে ভারতীয় সেনা I

শুধু তাই নয় এদিন সেনার তরফে আরো জানানো হয় , – ভারতীয় সেনার গুলিতে আজ সকালে সাত পাক সেনা নিহত হয়েছে এবং আরো চারজন জখম হয়েছে I জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গোলাগুলির এই ঘটনা ঘটে I

উল্লেখ্য গত শনিবার এক ভারতীয় সেনা পাক সেনার গুলিতে শহীদ হন তারই বদলা নিতে ভারতীয় সেনা এই হামলা চালায় বলে অনুমান করা হচ্ছে I

যদিও এদিন পাকিস্তানী সেনার তরফে বিবৃতি জারি করে দাবি করা হয় যে তাদের চার সেনা নিহত হয়েছেন তবে সেটা লাইন অব কন্ট্রোলের কোটলী সেক্টরে I

এদিন সকালেই ছয় জঙ্গির মৃতদেহ শনাক্ত করার পর জম্মু কাশ্মীর পুলিশের জেনারেল ডাইরেক্টর এসপি ভয়িদ জানান জঙ্গিরা প্রত্যেকেই জৈশ-ই – মুহাম্মদ জঙ্গি সংগঠনের আতঙ্কবাদী এবং এরা প্রত্যেকেই ছিল মানববোমা I

ছবি টুইটারের সৌজন্যে
ছবি টুইটারের সৌজন্যে

 

গত বেশ কিছুদিন ধরেই জম্মু-কাশ্মীরের উরি  সেক্টরে জঙ্গি গতিবিধি বেড়েই চলেছে এবং পাক সেনা তাদের ভারতে ঢোকানোর জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে I আর একারণেই তারা মাঝে মাঝেই যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গোলা গুলি চালিয়ে যাচ্ছে I ভারতীয় সেনাও তার যোগ্য জবাব দিচ্ছে I

আজ ৭০তম সেনা দিবসে সেনা প্রধান বিপিন রাওয়াত পাকিস্তানকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন যে , পাকিস্তান যুদ্ধ বিরতি লঙ্ঘন করে লাগাতার গোলা  গুলি চালিয়ে যাচ্ছে I পাকিস্তান যদি এভাবেই অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন করে তবে ভারতীয় সেনাও তার যোগ্য জবাব দেবে I তিনি আরো বলেন আমরা ভারতীয় সেনাকে পূর্ণ ছাড় দিয়ে রেখেছি এবং সেনা জওয়ানরা তাদের কাজ ঠিক ঠাকই করে চলেছেন I গত সপ্তাহেও রাওয়াত স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন পাকিস্তান যদি ভারতে পারমাণবিক হামলা চালায় তাহলে ভারতও পাকিস্তানে পারমাবিক মিসাইল ছুড়তে দুবার ভাববে না I

আরো পড়ুন জানেন ২০১৭ সালে কতজন পাকিস্তানী সেনা নিহত হয়েছে ভারতীয় সেনার হাতে ?