অনেক বিতর্কের পরে অবশেষে ২৫সে শে জানুয়ারী মুক্তি পেতে চলেছে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত, রণবীর সিং , শাহিদ কাপুর এবং দীপিকা পাডুকোনে অভিনীত বহু বিতর্কিত সিনেমা পদ্মাবৎ I প্রথমে সিনেমার নাম “পদ্মাবতী” রাখা হলেও সেন্সর বোর্ডের নির্দেশে নাম পরিবর্তন করে “পদ্মাবৎ” রাখা হয় I শোনা যায় মোট চার থেকে পাঁচটি পরিবর্তন করারর পরেই সেন্সর বোর্ড সিনেমাটিকে U/A সার্টিফিকেট প্রদান করেছে I এর মধ্যে অন্যতম সিনেমাটির নাম পরিবর্তন এবং একটি গানের দৃশ্যের পরিবর্তন I এছাড়াও ছবিটির শুরুতে বলতে হবে যে সিনেমাটি সম্পূর্ণ ইতিহাস নির্ভর নয় এবং সিনেমাটিতে কোনভাবেই সত্বীদাহ প্রথাকে সমর্থন করা হয় নি I
তবে ২৫সে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের দিন দেশ জুড়ে ছবিটি মুক্তি পেলেও রাজস্থানে মুক্তি পাচ্ছে না সিনেমাটি I রাজস্থানের হোম মিনিস্টার গোলাব চাঁদ ক্ষত্রিয় এদিন সংবাদ মাধ্যমে দাবি করেন রাজস্থানে নিরাপত্তাজনিত কারণে ২৫সে জানুয়ারি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী সিনেমা I এদিকে রাজপূত করনি সেনা এখনো ছবিটির মুক্তির বিরুদ্ধে I তারা বলেন সারা দেশেই নিষিদ্ধ করা হোক সিনেমাটি I সামনেই রাজ্যের বিধানসভা ভোট এখন রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি পরিচালিত সরকার তারা কোন ভাবেই চায় না যে মানুষের সেন্টিমেন্টে আঘাত লেগে তাদের ভোটবাক্সে তার প্রভাব পড়ুক I এদিকে ছবি মুক্তি প্রসঙ্গে হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর বলেন আমরা আর্ট কে শ্রদ্ধা করি কিন্তু সেই সাথে মানুষের আবেগটাও খেয়াল রাখতে হবে কারণ কারো সেন্টিমেন্ট নিয়ে খেলাটাও এক অপরাধ I আমরা সকলে আলোচনার পর সিদ্ধান্ত নেব রাজ্যে ছবিটি মুক্তি পাবে কিনা I এদিকে মধ্যপ্রদেশ ও গুজরাট সরকারও পদ্মাবতীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে l বিজেপি শাসিত এই তিনটি রাজ্য ছাড়পত্র না দিলেও অপর এক বিজেপি শাসিত রাজ্য যোগীর উত্তর প্রদেশ সিনেমাটিকে মুক্তির ছাড়পত্র দিয়েছে I
প্রসঙ্গত উল্লেখযোগ্য রানী পদ্মিনী যিনি ছিলেন চিতোরের রাজা রতন সিং এর স্ত্রী তাঁর জীবনী নিয়েই তৈরি হয়েছে এই সিনেমাটি, যিনি নিজের স্বতীত্ব বাঁচাতে এবং দুর্ধর্ষ শাসক আলাউদ্দিন খলজির হাত থেকে বাঁচার জন্য জ্বলন্ত অগ্নিকুন্ডে ঝাঁপ দিয়ে নিজের আত্মাহুতি দিয়েছিলেন I সেই অমর কথা আজও রাজস্থানের মানুষের মুখে মুখে ফেরে এবং সেখানকার মানুষ আজও রানী পদ্মাবতীকে তাদের মায়ের চোখে দেখেন I
এদিকে বিরোধী কংগ্রেস অভিযোগ করেন বিজেপি সরকার বিষয়টি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না তারা চাইলে বিষয়টি আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতো I আর এতে সরকারের অপদার্থতাই প্রকাশ পাচ্ছে I