এবছর থেকে আর হজে মিলবে না ভর্তুকি , মঙ্গলবার এক বিবৃতিতে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি একথা জানান ৷ তিনি বলেন সুপ্রিমকোর্টের নির্দেশেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ৷ তিনি আরো বলেন হজে ভর্তুকি দেওয়ায় তা সাধারণ মুসলিমদের কোন কাজেই লাগছে না ৷ আমাদের সরকারের মূল উদ্দেশ্যই হল লংখ্যালঘু মানুষদের জীবন যাত্রার মান উন্নয়ন করা, কোন ভাবেই তাদের তোষণ করা আমাদের নীতির মধ্যে পড়ে না ৷ তিনি উলেখ করেন প্রতি বছর হজে ভর্তুকি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রায় ৭০০কোটি টাকা খরচ হয় এবছর থেকে কমিয়ে তা একেবারে শূন্য করা হল I
তিনি আরো বলেন এবার থেকে মুসলিমদের হজে যে টাকা ভর্তুকি দেয়া হতো সেই টাকা সংখ্যালঘু ছেলে-মেয়েদের পড়াশোনায় এবং সংখ্যালঘু বালিকাদের স্বনির্ভর করার কাজে ব্যবহার করা হবে ৷ তিনি আরো বলেন ভর্তুকি তুলে দেওয়ার পরেও এবছর প্রায় ১৭,৫০০০ মুসলিম হজে যাবেন I এবছর প্রায় ৪ লক্ষ মুসলিম হজের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে ১৩০০০ মুসলিম মহিলাও আছেন I মুসলিম মহিলাদের সাহায্য করার জন্য তাদের সাথে আলাদা মহিলা অফিসার যাবেন I
প্রসঙ্গত উল্লেখযোগ্য , ২০১২ সালে সুপ্রিম কোর্ট এক রায়ে হজ যাত্রায় ভর্তুকিকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছিলেন এবং কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিলেন ধীরে ধীরে কমিয়ে ২০২২ সালের মধ্যে এই ভর্তুকি সম্পূর্ণ তুলে দিতে ৷ কেন্দ্রীয় সরকারও বলেছিলেন ধীরে ধীরে কমিয়ে এই সাবসিডি সম্পূর্ণরূপে তুলে দেওয়া হবে ৷ কিন্তু বিজেপি সরকার তা ২০১৮ সালেই সম্পূর্ণরূপে তুলে দেওয়ায় প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা ৷ তবে অনেকেই সরকারের এই পদক্ষেপকে স্বাধুবাদ জানিয়েছেন I
নিয়মিত খবর পড়তে এখানে ক্লিক করে লাইক করুন আমাদের ফেসবুক পেজ