71.লোকসভার প্রধানকে কি বলা হয়?
(A) স্পিকার
(B) ডেপুটি স্পিকার
(C) চেয়ারম্যান
(D) উপরের সবগুলিই
Ans- (A) স্পিকার( স্পিকার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-
* ইনি হলেন লোকসভার প্রধান।
* লোকসভার সদস্যদের মধ্যে থেকে স্পিকারকে নিয়োগ করা হয়।
* লোকসভার সদস্যরা স্পিকারকে পদচ্যুত করতে পারেন কিন্তু সেক্ষেত্রে 14 দিনের আগাম নোটিস দিতে হয়। সেই সময় স্পিকার লোকসভার প্রধান হিসেবে কার্য চালাতে পারবেন না(তখন ডেপুটি স্পিকার স্পিকারের কাজ সামলান)। স্পিকার তখন সাধারণ ভোট প্রয়োগ করতে পারেন(কাস্টিং ভোট দিতে পারবেন না), মিটিং-এ অংশগ্রহণ করতে পারবেন এবং কথাও বলতে পারবেন। এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবে – তিনি স্পিকার পদে থাকা কালীন সাধারণ ভোট দিতে পারবেননা, দিতে পারবেন কাস্টিং ভোট)।
Ans-(C) নির্ণায়ক ভোটকে বোঝায়।
( যখন রাজ্যসভায় ও লোকসভায় ভোটাভুটি হয় তখন যদি দুপক্ষেই টাই হয়ে যায় তখন স্পিকার যে নির্যায়ক ভোট প্রদান করেন তাকেই কাস্টিং ভোট বলে। তবে 99% এ ক্ষেত্রে লোকসভা জয়লাভ করে)।
73.কোনো বিল অর্থ বিল কি না তা ঠিক করেন কে?
(A) রাষ্ট্রপতি
(B) প্রধানমন্ত্রী
(C) আইনমন্ত্রী
(D) স্পিকার
Ans- (D) স্পিকার
74.কোন কমিটির চেয়ারম্যান লোকসভার স্পিকার নিজে?
(A) Business Advisory Committee
(B) General Purpose Committee
(C) Rules Committee
(D) উপরের সবগুলিই
Ans- (D) উপরের সবগুলিই
75.কোয়ারম(Quorum) কাকে বলা হয়?
(A) রাজ্যসভা ও লোকসভার উভয় ক্ষেত্রেই সমগ্র সদস্যদের 1/10 অংশ অংশগ্রহণ বাধ্যতামূলক।
(B) রাজ্যসভা ও লোকসভার উভয় ক্ষেত্রেই সমগ্র সদস্যদের 1/5 অংশ অংশগ্রহণ বাধ্যতামূলক।
(C) রাজ্যসভা ও লোকসভার উভয় ক্ষেত্রেই সমগ্র সদস্যদের 1/3 অংশ অংশগ্রহণ বাধ্যতামূলক।
(D) রাজ্যসভা ও লোকসভার উভয় ক্ষেত্রেই সমগ্র সদস্যদের 1/4 অংশ অংশগ্রহণ বাধ্যতামূলক।
Ans- (A) রাজ্যসভা ও লোকসভার উভয় ক্ষেত্রেই সমগ্র সদস্যদের 1/10 অংশ অংশগ্রহণ বাধ্যতামূলক।
( রাজ্যসভা এবং লোকসভার মিটিং চালাতে গেলে যে নূন্যতম সদস্য মিটিং-এ অংশগ্রহণ করা আবশ্যক সেই সংখ্যাকে কোয়ারম(Quorum)বলা হয়।এই অংশ(1/10) উপস্থিত না থাকলে মিটিং টি বন্ধ হয়ে যায়,এবং এই মিটিং টি বন্ধ করার অধিকার একমাত্র স্পিকারেরই থাকে)।
76.ডেপুটি স্পিকারকে নিয়োগ করা হয়-
(A) রাজ্যসভার সদস্যদের মধ্যে থেকে
(B) লোকসভার সদস্যদের মধ্যে থেকে
(C) প্রধানমন্ত্রীর পরামর্শে
(D) রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে।
Ans- (B) লোকসভার সদস্যদের মধ্যে থেকে।
( ডেপুটি স্পিকার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য :-
* ডেপুটি স্পিকার নিয়োগ করার দিন ঠিক করেন স্পিকার, কিন্তু স্পিকার নিয়োগ করার দিন ঠিক করেন রাষ্ট্রপতি।
* স্পিকার পদ খালি থাকলে ডেপুটি স্পিকার, স্পিকার হিসেবে কাজ করেন।
* একটি বিশেষ ব্যাপার যেটি ডেপুটি স্পিকারের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো- যদি তিনি কোনো পার্লামেন্টের কমিটির সদস্য হন তাহলে তিনি সঙ্গে সঙ্গে সেই কমিটির হেড হয়ে যান)।
77.স্বাধীনতার পর ভারতের প্রথম স্পিকার কে?
(A) সচ্চিতনন্দন
(B) G.V. আয়েঙ্গেকার
(C) G.V. মালাভাঙ্কর
(D) K. কুমারস্বামী
Ans- (C) G.V. মালাভাঙ্কর(G.V. Malavanker)।
78.স্বাধীনতার পর ভারতের প্রথম ডেপুটি স্পিকার কে ?
(A) A.K. শর্মা
(B) অন্যথাশায়ানামা আয়াঙ্গাকার
(C) গোপাল কৃষ্ণ আয়াঙ্গাকার
(D) অংশুমান দেবগৌরা
Ans- (B) অন্যথাশায়ানামা আয়াঙ্গাকার
79.রাজ্যসভার কয়টি বিশেষ ক্ষমতা থাকে?
(A) 4 টি
(B) 3 টি
(C) 1 টি
(D) 2 টি
Ans- (D) 2 টি
( রাজ্যসভার কোনো ক্ষমতায় কিন্তু লোকসভার উপরে নয়,কিন্তু 2 টি ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার থেকে বেশি ক্ষমতাবান। সেই দুটি বিশেষ ক্ষমতা হলো :-
(i) 249 No Article অনুযায়ী রাজ্যসভা পার্লামেন্টেকে রাজ্য তালিকায় থাকা বিষয় গুলির উপর আইন প্রণয়ন করতে বলতে পারে।
(ii) 312 Article অনুযায়ী রাজ্যসভা All India Service তৈরি করতে পারে(যেমন UPSC, SSC WBCS প্রভৃতি)।
80.ভারতের রাষ্ট্রপতি হতে গেলে নূন্যতম বয়স কত হতে হবে?
(A) ২৫ বছর
(B) ৩০ বছর
(C) ৪০ বছর