ভারতীয় সংবিধান সম্বন্ধীয় GK
61.লোক সভার সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
(A) 543 জন
(B) 552 জন
(C) 553 জন
(D) 545 জন
62.রাজ্যসভার সিট রাজ্যগুলির মধ্যে কিসের ভিত্তিতে বণ্টিত হয়?
(A) জন সংখ্যার ভিত্তিতে
(B) সুপ্রিমকোর্টের মতামতের ভিত্তিতে
(C) স্বাক্ষরতার হারের ভিত্তিতে
(D) উপরের সবগুলিই
63.কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্য সভার 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন?
(A) 333 নং ধারা অনুযায়ী
(B) 251 নং ধারা অনুযায়ী
(C) 331 নং ধারা অনুযায়ী
(D) 80 নং ধারা অনুযায়ী
64.কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি লোকসভার 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন?
(A) 368 নং ধারা অনুযায়ী
(B) 336 নং ধারা অনুযায়ী
(C) 331 নং ধারা অনুযায়ী
(D) 222 নং ধারা অনুযায়ী
65.কত নম্বর সংবিধান সংশোধনীতে ভোট দেবার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়?
(A) 65 নং সংশোধনীতে
(B) 61 নং সংশোধনীতে
(C) 58 নং সংশোধনীতে
(D) 62 নং সংশোধনীতে
66.রাজ্যসভার সদস্য পদ পাওয়ার জন্য একজন ব্যক্তিকে নূন্যতম কত বছর বয়সের হতে হয়?
(A) 25 বছর
(B) 21 বছর
(C) 30 বছর
(D) 32 বছর
67.লোকসভার সদস্য পদ পাওয়ার জন্য একজন ব্যক্তিকে নূন্যতম কত বছর বয়সের হতে হয়?
(A) 25 বছর
(B) 30 বছর
(C) 18 বছর
(D) 21 বছর
68.রাজ্যসভা ও লোকসভা উভয় কক্ষের সদস্য হলে কত দিনের মধ্যে তাকে কোনো একটি সভার সদস্য পদ ত্যাগ করতে হয়?
(A) 30 দিনের মধ্যে
(B) 17 দিনের মধ্যে
(C) 14 দিনের মধ্যে
(D) 10 দিনের মধ্যে
69.রাজ্যসভা ও লোকসভার সদস্যদের কার সামনে শপথ বাক্য পাঠ করতে হয়?
(A) স্পিকারের সামনে
(B) উপরাষ্ট্রপতির সামনে
(C) রাষ্ট্রপতির সামনে
(D) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির সামনে।
70.উপরাষ্ট্রপতি পার্লামেন্টের কোন সভার প্রধান?
(A) লোকসভার প্রধান
(B) রাজ্যসভার প্রধান
(C) বিধানসভার প্রধান
(D) শুধুমাত্র C