ভারতীয় সংবিধান সম্বন্ধীয় GK

51. “এমার্জেন্সির সময় মৌলিক অধিকার গুলির বিলোপ” – ভারতীয় সংবিধানের এই বৈশিষ্ট্যটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
(A) জার্মানি
(B) আমেরিকা
(C) ফ্রান্স
(D) ইংল্যান্ড

Ans- (A) জার্মানি
( একটা কথা মনে রাখবে জার্মানি সব সময় বিলোপের দিকে যায়)।

52.”সংবিধান সংশোধন পদ্ধতি”(Amendments)- ভারত কোন দেশ থেকে নিয়েছে?
(A) সাউথ আফ্রিকা
(B) সুইডেন
(C) ইতালি
(D) জাপান

Ans- (A) সাউথ আফ্রিকা

53.” রাজ্যসভায় সদস্যদের নিয়োগ পদ্ধতি”- কোন দেশের সংবিধান থেকে ভারত নিয়েছে?
(A) সুইডেন
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) সাউথ আফ্রিকা
(D) ডেনমার্ক

Ans- (C) সাউথ আফ্রিকা

54.”লোকপাল ও লোকায়ুক্তের ধারণা”- ভারতীয় সংবিধানের এই নিয়মটি কোন দেশ থেকে নেওয়া?
(A) জার্মানি
(B) ইংল্যান্ড
(C) সাউথ আফ্রিকা
(D) সুইডেন

Ans- (D) সুইডেন

55.ভারতের কোন সাংবিধানিক সংস্থাকে -” Westminster Model of Government”-বলা হয়?
(A) রাজ্যসভাকে
(B) লোকসভাকে
(C) ভারতীয় পার্লামেন্টকে
(D) সুপ্রিমকোর্টকে

Ans- (C) ভারতীয় পার্লামেন্টকে

56.”রাজ্যসভা” ও “লোকসভা”- নাম দুটি কত সালে গ্রহণ করা হয়?
(A) 1947 সালে
(B) 1954 সালে
(C) 1959 সালে
(D) 1962 সালে

Ans- (B) 1954 সালে

57.ভারতের রাজনীতির কোন ব্যক্তিত্ব পার্লামেন্টের সদস্য না হয়েও এবং পার্লামেন্টের কোনো মিটিং-এ অংশ গ্রহণ না করেও পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ?
(A) উপরাষ্ট্রপতি
(B) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(C) রাজ্যসভার ডেপুটি স্পিকার
(D) রাষ্ট্রপতি

Ans- (D) রাষ্ট্রপতি

58.রাজ্যসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে?
(A) 250 জন
(B) 238 জন
(C) 272 জন
(D) 543 জন

Ans- (A) 250 জন
( এই 250 জনের মধ্যে 238 জন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ( দিল্লী ও পন্ডিচেরী) থেকে নিয়োগ হয় বাকি 12 জন রাষ্ট্রপতি নিয়োগ করান)।

59.রাজ্য সভার 250 জন সদস্যের মধ্যে সর্বোচ্চ কত জন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হতে পারে?
(A) 236 জন
(B) 238 জন
(C) 240 জন
(D) 243 জন

Ans- (B) 238 জন
( বাকি 12 জন রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ হয়)।

60.কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি আছে রাজ্যসভায়?
(A) দিল্লী ও জম্মু কাশ্মীর
(B) পন্ডিচেরী ও জম্মু কাশ্মীর
(C) দিল্লী ও পন্ডিচেরী
(D) উপরের সবকটি

Ans- (C) দিল্লী ও পন্ডিচেরী
( দিল্লী ও পন্ডিচেরী বাদে অন্য সব কেন্দ্রশাসিত অঞ্চল গুলির লোক সংখ্যা খুবই কম যার দরুন রাজ্য সভায় প্রতিনিধি পাঠানো সম্ভব নয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.