01.পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
(A) K2 বা গডউইন অস্টিন
(B) সাগর মাতা
(C) কাঞ্চনজঙ্ঘা
(D) আরাবল্লী
Ans- (B) সাগর মাতা
(মাউন্ট এভারেস্টের অপর নাম হলো “সাগর মাতা”।একে “বিশ্বের মাতা”ও বলা হয়।
* এর উচ্চতা হলো 8,848 মিটার।
* এটি চীন ও নেপাল সীমানায় অবস্থিত।
* 1953 সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথম মাউন্ট এভারেস্টে আরোহন করেন।
Ans- (D) হিমালয় পর্বত
(দেবনগরী ভাষায় হিমালয় শব্দের অর্থ হলো(হিম + আলয়) “বরফের ঘর”।হিমালয়ের সর্বোচ্চ শিখর হলো মাউন্ট এভারেস্ট)।
03.পৃথিবীর উচ্চতম স্মৃতি সৌধের নাম কি?
(A) চীনের প্রাচীর
(B) স্ট্যাচু অফ লিবার্টি
(C) তাজমহল
(D) স্ট্যাচু অফ বিগবেন
Ans- (B) স্ট্যাচু অফ লিবার্টি
(এই স্মৃতি সৌধটি ফ্রান্স বন্ধুত্বের নিদর্শন হিসেবে 1866 সালে যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিলো।যেটি দাঁড়িয়ে আছে নিউ ইয়র্কের হাডসন নদীর পাড়ে।
* এই ভাস্কর্যটির নকশা তৈরি করেছিলেন ফেড্রিক বারথোল্ডি এবং গুস্তাব আইফেল)।
04.পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরীর নাম কি?
(A) ওজোস ডেলসালাডো
(B) ফুজিয়াম
(C) শুধুমাত্র A ঠিক
(D) দুটোই ঠিক
Ans- (B) কুতুব মিনার
(ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবক 1193 খ্রিস্টাব্দে এই মিনারের কাজ শুরু করেন এবং এর নির্মাণ কাজ শেষ করেন ফিরোজ শাহ তুঘলক 1386 খ্রিস্টাব্দে।
* উল্লেখ্য এটি নির্মিত হয়েছিল বিখ্যাত সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে।* এই মিনারটির উচ্চতা 238 ফুট)।