Top 100 Science GK Questions
71. নিচের কোন অঙ্গটি ফ্যাট কে ভেঙে কোলেস্টেরোলে পরিণত করে?
A. লিভার
B. ফুসফুস
C. কিডনি
D. অন্ত্র
72. নিচের কোন রোগগুলি এক জনের দেহ থেকে আরেক জনের দেহে ছড়িয়ে পড়ে?
১. এইডস
২. হেপাটাইটিস বি
৩. সিফিলিস
৪. সিরোসিস
Ans code
A. ১,৩,৪
B. ২,৩,৪
C. ১,২,৩
D. সবগুলিই
73. নিচের কোনটির অভাবে দাঁতের ক্ষয় হয়?
A. লোহা
B. তামা
C. Fluorine
D. দস্তা
74. নিচের কোথায় এন্টিবডি তৈরি হয়?
A. RBCs
B. Blood platelets
C. Lymphoid organ
D. Donnan,s membrane
75. ভিনিগারেরে প্রধান উপাদান কি?
A. অ্যাসিটিক অ্যাসিড
B. অ্যাসকরবিক অ্যাসিড
C. সাইট্রিক অ্যাসিড
D. টারটারিক অ্যাসিড
76. নিচের কোন ধাতুটি মোবাইল ফোনের ব্যাটারিতে ব্যবহৃত হয়?
A. তামা
B. দস্তা
C. নিকেল
D. লিথিয়াম
77. নিচের কে বলেছিলেন পরমাণু অবিভাজ্য?
A. ডাল্টন
B. বার্জেলিয়াস
C. রাদারফোর্ড
D. Avogadro
78. নিচের কোন কাঁচ অতি বেগুনি রশ্মি কম করতে পারে?
A. সোডা গ্লাস
B. পাইরেক্স গ্লাস
C. জেনা গ্লাস
D. ক্রক্স গ্লাস
79. নিচের কোন গ্যাসটিকে stranger গ্যাস বলা হয়?
A. আর্গন
B. নিয়ন
C. জেনন
D. নাইট্রাস অক্সাইড
80. বিশুদ্ধ চিনিতে নিচের কোন উপাদানটি থাকে না?
A. কার্বন
B. হাইড্রোজেন
C. নাইট্রোজেন
D. অক্সিজেন