Top 100 Science GK Questions
61.ক্যুরি (Curie) কিসের একক?
A. তাপমাত্রা
B. আলোক
C. শক্তি
D. পারমাণবিক শক্তি
62.চাপের SI একক কি?
A. পাস্কাল
B. ডাইন
C. নিউটন
D. জুল
63.ডেসিবেল কিসের একক?
A. আলোর গতি
B. শব্দের তীব্রতা
C. তাপের তীব্রতা
D. D. পারমাণবিক শক্তি
64.যখন কোন গাড়ি স্থির অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করে তখন ওই গাড়ির মধ্যে থাকা ব্যক্তি হঠাৎ করে পিছনের দিকে ঝুকে যায়, এটি কিসের উদাহরণ?
A. নিউটনের প্রথম গতি সূত্র
B. নিউটনের দ্বিতীয় গতি সূত্র
C. নিউটনের তৃতীয় গতি সূত্র
D. কোনটিই নয়
65.এক এস্ট্রোনোমিক্যাল একক সমান
A. পৃথিবী ও সূর্যের মধ্যেকার গড় দূরত্ব
B. পৃথিবী ও চাঁদের মধ্যেকার গড় দূরত্ব
C. বৃহস্পতি ও সূর্যের মধ্যেকার গড় দূরত্ব
D. শনি ও সূর্যের মধ্যেকার গড় দূরত্ব
66.গতির প্রাথমিক একক কোনটি?
A. Km/m
B. Km/hour
C. m/minute
D. m/sec
67.পারমাণবিক ব্যাসার্ধ মাপার একক কোনটি?
A. মাইক্রন
B. ফার্মি
C. ন্যানোমিটার
D. আংস্ট্রোম
68.নিচের কোনটি ক্ষমতার একক ?
A. জুল
B. ওয়াট
C. ওয়াট-সেকেন্ড
D. জুল -সেকেন্ড
69.রোধের(resistance) একক কি?
A. volt x ampere
B. volt/ampere
C. ampere/volt
D. volt/sec
70.ত্বরণের SI একক কোনটি?
A. m/sec
B. m/sec^2
C. cm/sec^2
D. km/sec^2