Top 100 Science GK Questions
ভূগোল সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | Science GK Questions (English) |
GK Questions and Answers (English) | ইতিহাস সাধারণ জ্ঞান (পার্ট -১) |
51.ভারী জল নিউক্লিয়ার রিয়াক্টরে কি কাজ করে?
A.নিউট্রনের গতি কম করে
B.নিউট্রনের গতি বৃদ্ধি করে
C.রিয়াক্টর কে ঠান্ডা করে
D.পরমাণু বিক্রিয়া কম
52.নিচের কোন বাক্যটি সঠিক?
A.পৃথিবী তার নিজ অক্ষের উপর যে কোন করে আছে তা কনস্ট্যান্ট নয়
B.সূর্যের থেকে যে শক্তি নির্গত হয় তা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে
C.উপরের দুটিই সঠিক
D.কোনটিই সঠিক নয়
53.প্রাথমিক SI ইউনিটের (Basic SI unit) সংখ্যা কয়টি?
A. 4 টি
B. 7 টি
C. 6 টি
D. 5 টি
54.কোনটি শক্তির একক নয়?
A. ক্যালোরি
B. জুল
C. ইলেক্ট্রন ভোল্ট
D. ওয়াট
55.কোনটি সময়ের একক নয়?
A. প্যারালাক্টিক সেকেন্ড
B. মাইক্রো সেকেন্ড
C. লিপ ইয়ার
D. সৌর দিন
56.এক ফার্মিমিটার সমান-
A. 10^-9 m
B. 10^-15m
C. 10^-18m
D. 10^-12m
57.লুমিনাস ইনটেনসিটি এর SI একক কোনটি?
A. লুমেন
B. ক্যান্ডেলা
C. লাক্স
D. ওয়াট
58.আলোক বর্ষ কিসের একক?
A. আলোক
B. দূরত্ব
C. সময়
D. আলোক তরঙ্গ
59.পারসেক(Parsec) কিসের একক?
A. নক্ষত্রের ঘনত্ব
B. মহাজাগতিক দূরত্ব
C. মহাজাগতিক বস্তুদের আলোর উজ্জ্বলতা
D. বৃহদাকার নক্ষত্রের ঘূর্ণন গতি
60.এক আলোক বর্ষ সমান কত?
A. 10^11km
B. 10^15m
C. 10^16m
D. 10^16km