Top 100 Science GK Questions
11আয়নীক লবন গুলির জন্য জল উত্তম দ্রাবক কারণ?
A. জলের স্পেসিফিক (Specific) তাপমাত্রা বেশি
B. জলের স্ফুটনাঙ্ক বেশি
C. জলের Diapol moment বেশি
D. জলের কোন রং নেই
12.নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়?
A. Tritium
B. Deuterium
C. Protium
D. Yttrium
13.মুক্তার প্রধান উপাদান কি কি?
A. ক্যালসিয়াম অক্সাইড ও এমোনিয়াম ক্লোরাইড
B. ক্যালসিয়াম কার্বোনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট
C. আরাগোনাইট ও কঞ্চিওলিন
D. অ্যামোনিয়াম সালফেট ও সোডিয়াম কার্বনেট
14.আমালগাম হল –
A. সংকর ধাতু যার একটি উপাদান কার্বন হতেই হবে
B. সংকর ধাতু যার একটি উপাদান পারদ হতেই হবে
C. সংকর ধাতু যার প্রধান উপাদান অ্যালুমিনিয়াম
D. সংকর ধাতু যাহা সহজে ক্ষয় হয় না
15.সবচেয়ে হালকা ধাতুর নাম কি?
A. হিলিয়াম
B. লিথিয়াম
C. সীসা
D. পারদ
16.ক্লোরোফ্লুরোকার্বন (chlorofluorocarbons) (CFC) গ্যাস কোথায় ব্যবহার করা হয়?
A. টেলিভিশন
B. কুকিং ওভেন
C. ফ্রিজ
D. টিউব লাইট
17.গ্যাস বেলুনে কি গ্যাস ভরা হয়?
A. নাইট্রোজেন
B. হিলিয়াম
C. অক্সিজেন
D. আর্গন
18.নিচের কোন Group টি coinage metal এর মধ্যে পড়ে না?
A. Silver and Gold
B. Zinc and Gold
C. Copper and Silver
D. Copper and Gold
19.নিচের কোন ধাতুটি বৃহত্তম শহর গুলিতে বায়ু দূষণ ঘটায়?
A. তামা
B. সীসা
C. জিঙ্ক
D. ক্যাডমিয়াম
20.Bell metal এর উপাদান গুলি হল-
A. নিকেল ও তামা
B. দস্তা ও তামা
C. পিতল ও নিকেল
D. তামা ও টিন