Top 100 Science GK Questions

91.সোডিয়াম স্টিয়ারেট হল একটি লবন , এটি কোথায় ব্যবহার করা হয়?
A. গান পাউডার তৈরিতে
B. সাবান তৈরিতে
C. রং তৈরিতে
D. সার তৈরিতে

Ans- B. সাবান তৈরিতে

92.মানবদেহের ক্ষুদ্রতম হাড়টি কোথায় পাওয়া যায়?
A. কানে
B. নাকে
C. কব্জিতে
D. হাতের তালুতে

Ans- A. কানে

93.নিউট্রিফিলস এবং লিম্ফোসাইট কোথায় তৈরি হয়?
A. কিডনিতে
B. অস্থি মজ্জায়
C. প্লীহা
D. লসিকা গ্রন্থি

Ans- B. অস্থি মজ্জায়

94.নিচের কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী?
A. সালফার এর অক্সাইড
B. নাইট্রোজেন এর অক্সাইড
C. কার্বন ডাই অক্সাইড
D. A এবং B উভয়

Ans- D. A এবং B উভয়

95.ঝালাই বা লোহা কাটার কাজে যে আগুনের v ব্যবহার করা হয় তার রং উজ্জ্বল সাদা করতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয়?
A. সোডিয়াম
B. ম্যাগনেসিয়াম
C. অ্যালুমিনিয়াম
D. সিলভার

Ans- B. ম্যাগনেসিয়াম

96.মুখের লালায় কোন এনজাইম বা উত্সেচকটি থাকে?
A. ট্রিপসিন
B. রেপসিন
C. Ptyalin
D. রেনিন

Ans-C. Ptyalin

97.সূর্যের থেকে আগত অতি বেগুনি রশ্মি মানব দেহে কোন রোগ সৃষ্টির জন্য দায়ী?
A. ত্বকের ক্যান্সার
B. লিভার ক্যান্সার
C. মুখের ক্যান্সার
D. মস্তিষ্কের ক্যান্সার

Ans- A. ত্বকের ক্যান্সার

98.ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়?
A. বেরিবেরি
B. স্কার্ভি
C. রিকেট
D. পোলিও

Ans- A. বেরিবেরি

99.রাতকানা রোগ হয় নিচের কোন ভিটামিনের অভাবে?
A. ভিটামিন A
B. ভিটামিন D
C. ভিটামিন C
D. ভিটামিন K

Ans- A. ভিটামিন A

100.ভিটামিন A এর রাসায়নিক নাম কি?
A. রেটিনল
B. থিয়ামিন
C. ক্যালসিফেরল
D. অ্যাসকরবিক অ্যাসিড

Ans-C. A. বিক্রিয়ার হারকে ত্বরানিত্ব করে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.