Today,s Current Affairs 24 August 2019
Read most important Current Affairs of the day 24 August 2019 in Bengali. All important events are included here with description.
1. সম্প্রতি ভারতের হোম সেক্রেটারি পদে কে নিযুক্ত হলো?
(A) রাজীব গাবা
(B) অজয় কুমার
(C) অজয় কুমার ভালা
(D) সঞ্জয় মিত্র
2. সম্প্রতি FATF Asia-Pacific Group কোন দেশকে ব্ল্যাক লিস্টে ফেললো?
(A) বাংলাদেশ
(B) পাকিস্তান
(C) ইসরাইল
(C) ইরান
3. সম্প্রতি টিম ইন্ডিয়া(ক্রিকেট) এর ব্যাটিং কোচ কে হলেন?
(A) অজয় জাদেজা
(B) রিকি পন্টিং
(C) সঞ্জয় বাঙ্গার
(D) বিক্রম রাঠোর
4. মার্কিন পত্রিকা Forbes এর বিচারে সবচেয়ে বেশি ইনকামের দিক থেকে কোন ভারতীয় অভিনেতা বিশ্বের সমস্ত অভিনেতাদের মধ্যে 4 No স্থান দখল করলো?
(A) শাহরুখ খান
(B) আমির খান
(C) অক্ষয় কুমার
(D) রণবীর কাপুর
5. সম্প্রতি World Wildlife Fund ( WWF) India সংস্করণের জন্য কার সাথে পার্টনারশিপ করলো?
(A) UNO
(B) UNDP
(C) ডিসকভারি ইন্ডিয়া
(D) National Geography
6. সম্প্রতি কোন দেশ ” Bavar-373″ নামে একটি মিসাইল লঞ্চ করলো?
(A) ইরান
(B) পাকিস্তান
(C) সিরিয়া
(D) জাপান
7. সম্প্রতি কোন দেশ প্রথম তাদের Humanoid Robot (যার নাম Fedor) স্পেস লঞ্চ করলো মহাকাশে?
(A) ইরাক
(B) ইরান
(C) রাশিয়া
(D) জাপান
8. সম্প্রতি Acko General Insurance যার সাথে পার্টনারশিপ করে ক্রেডিট কার্ড লঞ্চ করলো কে ?
(A) SBI
(B) LIC
(C) IDBI
(D) LestMoney
9. সম্প্রতি আমাদের HRD(Human Resource Development)মিনিস্টার একটি ট্রেনিং প্রোগ্রাম চালু করলো, তার নাম কি?
(A) PARAKAM
(B) NISHTHA
(C) PRABAL
(D) ATOLJI
10. ভারতের ” ফিট ইন্ডিয়া মুভমেন্ট” Campaign চালানো হবে 2019 এ। এর শুভ সূচনা কে করবেন?
(A) ভারতের প্রধানমন্ত্রী
(B) স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী
(C) অরুণ জেটলি
(D) সুপ্রিমকোর্টের বিচারপতি
11. মহারাষ্ট্রের “Tribal Development in Association With the pace Education Trust”- সম্প্রতি কোন প্রোগ্রাম চালু করলো?
(A) Supper 100
(B) Supper 60
(C) Supper 50
(D) Supper 40
12.” Big Billion Startup”- এই বইটি অক্টোবর 2019 এ রিলিজ করবে কোন কোম্পানি?
(A) ফিলিপকার্ট
(B) Google
(C) Oppo
(D) Amazzon
13. HDFC ব্যাংক এর CFO (চিফ ফিনান্সিয়াল অফিসার) কাকে নিযুক্ত করা হলো?
(A) অমর সিং
(B) শ্রীমান ওডেকার
(C) শ্রীনিবাস বৈদ্যনাথন
(D) অমৃত পাতেওঁলা
14. সম্প্রতি কে ” Clark Bavin” পরুস্কার 2019 পেলো ?
(A) সঞ্জয় মিত্র
(B) আমজাদ হোসেন চৌধুরী
(C) অনন্যা রাঠোর
(D) বিবেক মেনন