গতি বিদ্যা সম্বন্ধীয় প্রশ্ন (Speed & Velocity)
61. বলের ঘাত কি রাশি?
(A) স্কেলার রাশি
(B) গুচ্ছ রাশি
(C) ঐচ্ছিক রাশি
(D) ভেক্টর রাশি
62. বলের ঘাতের মাত্রা (Dimension) কি?
(A) MLT2
(B) MLT1
(C) MLT-2
(D) MLT-1
63. ঘাত বল (Impulsive Force) কি?
(A) এটি একটি ছোট্ট বল এবং অল্প সময় ধরে চলে।
(B) এই বলটি যে কোনো বস্তুর উপর প্রয়োগ করা হয়।
(C) বৃহৎমানের বল অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ঐ বলটিকে ঘাত বলা হয়।
(D) বস্তুর ভরবেগের পরিবর্তনই হলো ঘাত বল।
64. ঘাত বলের মাত্রা কি?
(A) MLT2
(B) MLT1
(C) MLT-2
(D) MLT-1
65. S.I পদ্ধতিতে বলের ঘাতের একক কি?
(A) নিউটন/সেকেন্ড
(B) নিউটন/মিটার
(C) ডাইন/সেকেন্ড
(D) ডাইন/মিটার
66. C.G.S পদ্ধতিতে বলের ঘাতের একক কি?
(A) নিউটন/সেকেন্ড
(B) নিউটন/মিটার
(C) ডাইন/সেকেন্ড
(D) ডাইন/মিটার