গতি বিদ্যা সম্বন্ধীয় প্রশ্ন (Speed & Velocity)
41. কত সালে স্যার আইজ্যাক নিউটন তাঁর তিনটি গতিসূত্রের কথা উল্লেখ করেছেন?
(A) 1690 সালে
(B) 1688 সালে
(C) 1687 সালে
(D) 1692 সালে
42. পদার্থের যে ধর্মের জন্য কোন স্থির বস্তু চিরকার স্থির অবস্থায় থেকে যায় তাকে কি বলা হয়?
(A) স্থিতি জাড্য
(B) গতি জাড্য
(C) ভরবেগ
(D) বল
43. পদার্থের যে ধর্মের জন্য কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চায় তাকে কি বলা হয়?
(A) স্থিতি জাড্য
(B) গতি জাড্য
(C) ভরবেগ
(D) বল
44. একটি চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।এর কারণ কি?
(A) স্থিতি জাড্যের কারণে
(B) গতি জাড্যের কারণে
(C) গতির পরিবর্তনের কারণে
(D) বেগের পরিবর্তনের কারণে
45. একটি স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে যায়।কিসের কারণে?
(A) গতি জাড্যের কারণে
(B) অভিকর্ষের কারণে
(C) গতির পরিবর্তনের কারণে
(D) স্থিতি জাড্যের কারণে
46. নিউটনের প্রথম গতিসূত্র থেকে কোন দুটি বিষয় সম্পর্কে জানা যায়?
(A) স্থিতি জাড্যে & গতি জাড্যে
(B) স্থিতি জাড্যে & বলের সংজ্ঞা
(C) পদার্থের জাড্যে ধর্ম & বলের সংজ্ঞা
(D) ভর & বেগ
47. সমবেগে চলমান একটি ট্রেনের কামরায় কোনো বস্তুকে সোজাভাবে উপরের দিকে ছুঁড়ে দিলে কিছুক্ষণ পর সেটি আবার হাতে এসে পড়ে – যদিও যাত্রীটি সামনের দিকে কিছুটা এগিয়ে যায়।এটি কি কারণে হয়?
(A) গতি জাড্যের কারণে
(B) অভিকর্ষের কারণে
(C) গতির পরিবর্তনের কারণে
(D) স্থিতি জাড্যের কারণে
48. বৈদ্যুতিক পাখার Switch off (বন্ধ করা) করে দিলেও পাখাটি ঘুরতে থাকে।এটির জন্য দায়ী কে?
(A) অভিকর্ষ
(B ভরবেগ
(C) বেগ
(D) গতি জাড্য
49. Newton এর First Law-তে বলের ধারণা পাওয়া যায়।এই বল কি ধরনের রাশি?
(A) স্কেলার রাশি
(B) গুচ্ছ রাশি
(C) ভেক্টর রাশি
(D) উপরের কোনোটিই নয়
50. বাইরে থেকে যা প্রযুক্ত করলে পদার্থের জাড্য ধর্মের পরিবর্তন হয় তাকে কি বলা হয়?
(Force is What Cause Changes in Inertia of Matter)
(A) বল
(B) বেগ
(C) ভরবেগ
(D) গতি জাড্য