গতি বিদ্যা সম্বন্ধীয় প্রশ্ন (Speed & Velocity)

31. 500kg ওজনের একটি বলকে প্রাথমিক 10m/s বেগে উপরে ছোড়া হয়।তাহলে সর্বোচ্চ উচ্চতায় বলটির ভরবেগ কতো?
(A) 0
(B) 50kg m/s
(C) 500kg m/s
(D) 5000kg m/s

Ans-(A) 0 (শূন্য)
(তোমাদের আগেই বলেছি বলের ওজন যাইহোক না কেনো বলটির বেগ (Velocity) সর্বোচ্চ উচ্চতায় শূন্য হয়।যেহেতু বলটি বেগ সর্বোচ্চ উচ্চতায় শূন্য হয় তাহলে বলটির ভরবেগও শূন্য হবে।আমরা জানি-
ভরবেগ = ভর (M)× বেগ(v)
Mass × Velocity
500 × 0
= 0
অর্থাৎ বলটির গতিবেগ সর্বোচ্চ উচ্চতায় শূন্য হবে)।

32. 1N বল 1kg ভরের একটি বস্তুর উপর কত ত্বরণ তৈরি করবে?
(A) 1 m/s²
(B) 2 m/s²
(C) 4 m/s²
(D) None of these
Ans-(A) 1 m/s²
(আমরা জানি নিউটন হচ্ছে বলের একক।নিউটনের সংজ্ঞা থেকে আমরা জেনেছি 1kg ভরের(Mass) উপর যে বল প্রয়োগ করে ত্বরণ তৈরি করা যায় (1 m/s^2) সেই বলকে আমরা বলি 1N (1 নিউটন)।
অন্য্ ভাবে বললে, বল = ভর X ত্বরণ
অতএব , ত্বরণ =বল/ভর = 1N/1KG = 1m/s²

33. একটি বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুটির ভর দুটোই দ্বিগুণ করা হলে- ত্বরণের কি পরিবর্তন আসবে?
(A) ত্বরণ দ্বিগুণ হয়ে যাবে
(B) ত্বরণ অর্ধেক হয়ে যাবে
(C) ত্বরণের কোনো পরিবর্তন আসবে না
(D) ত্বরণ শূন্য হয়ে যাবে
Ans-(C) ত্বরণের কোনো পরিবর্তন আসবে না
(মনে রাখবে বল ও ভর সমপরিমাণে বাড়লে ত্বরণ একই থাকবে)।

34. 10kg ভরের একটি বস্তুর উপর যদি 5 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির ত্বরণ কত হবে?
(A) 50 m/s²
(B) 2.5 m/s²
(C) 2 m/s²
(D) 0.5 m/s²
Ans-(D) 0.5 m/s²
(আমরা Force (বল) = কি জানি-
F = a (ত্বরণ) × Mass (ভর)
F = a × m
5 = a × 10
a = 5/10
a = 0.5 m/s^2)।

35. নিউটনের দ্বিতীয় গতিসূত্র —– এর পরিবর্তনের হার।
(A) বল
(B) ত্বরণ
(C) বেগ
(D) ভরবেগ
Ans-(D) ভরবেগ
(মনে রাখবে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে একটাই কথা বলা আছে , বল যে দিকে পরিবর্তিত হবে ভরবেগের পরিবর্তনের হারও সেই দিকেই হবে)।

36. 50kg ভরের একজন মহিলা 300kg ভরের একটি নৌকা থেকে ঝাঁপ দিয়ে তীরে নামলো,আনুভূমিক বেগ 3 m/s এর সাথে।নৌকাটি কত বেগে পিছন দিকে পিছিয়ে যাবে?
(A) 0.5 m/s বেগে
(B) 5 m/s বেগে
(C) 6 m/s বেগে
(D) 1.6 m/s বেগে
Ans-(A) 0.5 m/s বেগে
(যখন দুটো জিনিস একে অপরের সাথে ঘর্ষণ খাচ্ছে বা সংঘর্ষ হয় তখন তাকে বলে ভরের নিত্যতা সূত্র।নৌকা থেকে নামার সময় নৌকাটি পিছনের দিকে কিছুটা পিছিয়ে যায় এটা ভরের নিত্যতা সূত্রের জন্য হয়।
* এবার চলো অংকটা করে দেখা যাক-
মহিলার ভরবেগ = নৌকার ভরবেগ
ভর × বেগ = ভর × বেগ
50 × 3 = 300 × v
150 = 300 × v
v = 150/300
v = 1/2
v = 0.5 m/s
v = Velocity (বেগ)।

37. পিচ্ছিল মাটিতে হাঁটতে অসুবিধা হয় কেনো?
(A) ভরবেগ থাকে না
(B) ভর শূন্য হয়ে যায়
(C) কোনো ঘর্ষণ বল কাজ করে না
(D) অভিকর্ষজ ত্বরণ অত্যন্ত কমে যায়
Ans-(C) কোনো ঘর্ষণ বল কাজ করে না

38. প্রাথমিক বেগ এবং নির্দিষ্ট ত্বরণ নিয়ে চললে নির্দিষ্ট সময় পরে- দূরত্ব নির্ণয়ের সূত্র হলো –
(A) S = a×t
(B) S = 1/2 (at²)
(C) S = ut + 1/2 (at²)
(D) v = u + t
Ans-(C) S = ut + 1/2 (at²)
(প্রাথমিক বেগ বলতে আমরা বুঝি u থাকতে হবে।ত্বরণকে আমরা সাধারণত a দিয়ে Mention করি বা কখনো কখনো ত্বরণকে আমরা g দিয়েও Mention করি।দুরুত্বকে আমরা সরণ (s) বলে Mention করি।তাহলে আমাদের এখানে Answer হয়ে যাবে S = ut + 1/2 (at²)।

39. সমবেগে চললে নির্দিষ্ট সময় পরে দূরত্ব কত হবে?
(A) S = a×t
(B) S = 1/2 (at²)
(C) S = v × t
(D) v = u + t
Ans-(C) S = v × t
(সমবেগে চলা এর অর্থ হচ্ছে ত্বরণ বলো আর মন্দন বলো সবই শূন্য।অর্থাৎ ত্বরণ বা মন্দন নেই।তাহলে তোমাদের এখানে Answer হয়ে যাবে
S = v × t
তবে অনেকে সময় দূরত্ব S এর বদলে d দিয়েও প্রকাশ করা হয়। অর্থাৎ d = v × t (দূরত্ব (s) বা distance (d)।তবে d দিয়ে Represent করলে মান থাকবে কিন্তু দিক থাকবে না কারণ distance একটা স্কেলার রাশি।কিন্তু সরণ হলো ভেক্টর রাশি কারণ এর মান এবং অভিমুখ দুইই আছে)।

40. নিচের কোনো রাশি গুলির মাত্রা এবং একক সমান?
(A) ত্বরণ & মন্দন
(B) সরণ & দূরত্ব
(C) বেগ & দ্রুতি
(D) উপরের সব গুলিই
Ans-(D) উপরের সব গুলিই
(ত্বরণ & মন্দন মন্দনের একক হলো m/s²(মিটার/সেকেন্ড²)
সরণ & দূরত্বের একক হলো মিটার (m)
বেগ & দ্রুতির একক হলো m/s (মিটার/সেকেন্ড)।
* আর যাদের একক সমান হয় তাদের মাত্রাও সমান হবে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.