গতি বিদ্যা সম্বন্ধীয় প্রশ্ন (Speed & Velocity)
21. বলের মাত্রা কি?
(A) ভর × ভরবেগ
(B) ভর × ত্বরণ
(C) ত্বরণ × মন্দন
(D) ভর × মন্দন
22. ভরবেগের মাত্রা কি?
(A) ভর × বেগ
(B) ভর × ত্বরণ
(C) ত্বরণ × মন্দন
(D) ভর × মন্দন
23. বল ও ভরবেগের মধ্যে সম্পর্ক কি?
(A) ত্বরণের পরিবর্তন /সময়
(B) বেগের পরিবর্তন /সময়
(C) ভরবেগের পরিবর্তন /সময়
(D) ভরের বেগের পরিবর্তন /সময়
24. C.G.S পদ্ধতিতে ভরবেগের একক কি?
(A) সেমি/সেকেন্ড
(B) মিটার/সেকেন্ড
(C) কিগ্রা-মিটার/সেকেন্ড
(D) গ্রাম-সেমি/সেকেন্ড
25. S.I পদ্ধতিতে ভরবেগের একক কি?
(A) সেমি/সেকেন্ড
(B) মিটার/সেকেন্ড
(C) কিগ্রা-মিটার/সেকেন্ড
(D) গ্রাম-সেমি/সেকেন্ড
26. 100 ডাইনের একটি বল 5 সেকেন্ড ধরে স্থির অবস্থায় থাকা একটি 25 গ্রাম ভরের উপর ক্রিয়া করলে কত বেগ উৎপন্ন হবে?
(A) 25 সেমি/সেকেন্ড
(B) 30 সেমি/সেকেন্ড
(C) 20 সেমি/সেকেন্ড
(D) 40 সেমি/সেকেন্ড
27. 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে চলছে।বস্তুটির 20 সেকেন্ড সময় থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে?
(A) 4 newton
(B) 2.5 newton
(C) 6 newton
(D) 2.5 dyn
28. কোন গ্রন্থে নিউটন তার গতিসূত্রের কথা উল্লেখ করেছেন?
(A) প্রিন্সিপিয়া গ্রন্থে
(B) Wealth and Nation গ্রন্থ
(C) সামাজিক দায়বদ্ধতা গ্রন্থে
(D) প্রিন্সেপ গ্রন্থে
29. বলের ঘাত (Impulse of Force) কি?
(A) F×T
(B) F×a
(C) M×T×a
(D) T×a
30. বলের ঘাত ও ভরবেগের পরিবর্তনের মধ্যে সম্পর্ক কি?
(Relation between Impulse of Force and Momentum)
(A) F×a = Mu – Mv
(B) T×a = Mv – Mu
(C) F×t = Mv – Mu
(D) M×T = Mu – Mv
(C) F×t = Mv – Mu
(বলের ঘাত = বস্তুর ভরবেগের পরিবর্তন)।