11. একটি ঝুলন্ত কার্পেটকে একটি লাঠি দ্বারা আঘাত করলে তা থেকে ধূলিকণা ছিটকে আসে- নিচের কোনটি দিয়ে এই ঘটনাকে ব্যাখ্যা করা যায়?
(A) পদার্থের স্থিতি জাড্যধর্ম দ্বারা
(B) পদার্থের গতি জাড্যধর্ম দ্বারা
(C) পদার্থের ভরবেগ দ্বারা
(D) পদার্থের ভর নিত্যতা সূত্র দ্বারা
Ans-(A) পদার্থের স্থিতি জাড্যধর্ম দ্বারা
(কার্পেটকে লাঠি দ্বারা আঘাত করলে ধূলিকণা গুলি ছিটকে আসে এর Main কারণ হলো ধূলিকণা এবং কার্পেট প্রাথমিক অবস্থায় স্থির ছিলো।তুমি বাড়িটা কার উপর মারছো,- কার্পেটের উপর। যখন বাড়িটা কার্পেটের উপর মারছো তখন কার্পেট সঙ্গে সঙ্গে গতিমান হয় কিন্তু ধূলিকণা গুলি সঙ্গে সঙ্গে গতিমান হতে পারে না, তারা তার জায়গাতেই থাকতে চায়। কিন্তু কার্পেট তো এদিক ওদিক সরছে ফলে দেখে মনে হয় ধূলিকণা গুলি ছিটকে আসছে। ধূলিকণা গুলির স্থিতি জাড্য ধর্মের কারণেই এমন হয়।
12. চলন্ত গাড়ির মধ্যে বসে থাকা যাত্রীরা গাড়িটি থামালে সামনের দিকে ঝুঁকে পড়ে।নিচের কোন ঘটনা দিয়ে এটিকে ব্যাখ্যা করা যায়?
(A) পদার্থের স্থিতি জাড্যের জন্য
(B) পদার্থের গতি জাড্যের জন্য
(C) পদার্থের ভরবেগের জন্য
(D) পদার্থের ভর নিত্যতা সূত্রের জন্য
Ans-(B) পদার্থের গতি জাড্যের জন্য
(মাথায় রাখবে বাসটা যখন চলমান ছিলো তখন যাত্রীরাও চলমান ছিলো।যেই বাসটা থেমে গেলো বাস কিন্তু স্থির হয়ে গেল কিন্তু যাত্রীদের শরীর কিন্তু সঙ্গে সঙ্গে স্থিতি অবস্থায় আসে না এবং সামনের দিকে এগিয়ে যেতে চায়।এটা পদার্থের গতি জাড্যের কারনে হয় ।
13. চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামা বিপদজ্জনক।কেনো?
(A) ব্যক্তির গতি জাড্য
(B) ব্যক্তির স্থিতি জাড্য
(C) ভূমি দ্বারা প্রযুক্ত বল
(D) Both A & C
Ans-(D) Both A & C
(প্রথম কথা ব্যক্তির গতি জাড্য।কারণ বাস যে গতিতে চলছে ব্যক্তিও সেই গতিতে চলছে।তুমি যখন চলন্ত গাড়ি থেকে নামছো তখন বাস কিন্তু স্থির হচ্ছে না অর্থাৎ বাস গতিমান আছে তোমার শরীরও গতিমান আছে।তুমি যদি এই ভাবে নামতে চাও তাহলে বাস যে গতিতে চলছে তুমিও সেই গতিতে খানিকটা এগিয়ে যাবে গতি জাড্যের কারনে। কিন্তু তোমার পা ভূমি স্পর্শ করার কারনে ভূমির সাথে ঘর্ষণের ফলে স্থির হয়ে যাবে। ফলে দেহের উপরিভাগ এবং মাথা গতি জাড্যের কারনে সামনের দিকে ঝুকে যাবে এবং মাটিতে মুখ থুবড়ে পড়বে।
14. কোনো বস্তুর উপর প্রযুক্ত বল গুলির ফলাফল (Resultant) শূন্য হলে, বলটি হবে-
(A) Balanced Force
(B) Unbalanced Force
(C) Negative Force
(D) Transverse Force
Ans-(A) Balanced Force (ভারসাম্য বল)
(মনে রাখবে Balanced Force -এর Exact দুটো বৈশিষ্ট্য আছে-
(i) শুধুমাত্র আকার পরিবর্তন করে।গতি বা স্থিতি প্রদান করে না।অর্থাৎ স্থির বস্তুকে গতি প্রদান করে না এবং গতিদান বস্তুকে স্থির অবস্থায় আনতে পারে না এবং
(ii) এই ভারসাম্য বলের Resultant (ফলাফল) শূন্য হয়)।
15. যে বল দ্বারা বস্তুর স্থিতি বা গতিকে পরিবর্তিত করা যায় তাকে- কি বলে?
(A) Balanced Force
(B) Unbalanced Force
(C) Negative Force
(D) Transverse Force
Ans-(B) Unbalanced Force (ভারসাম্যহীন বল)
16. একই ভর এবং একই গতি সম্পূর্ণ একটি প্লাস্টিকের বল এবং মাটির বল দিয়ে একটি পাঁচিলকে আঘাত করলে পাঁচিলের উপর প্রযুক্ত ভরবেগ কোনটির ক্ষেত্রে বেশি হবে?
(A) মাটির বলের
(B) ভরবেগ শূন্য হবে
(C) প্লাস্টিকের বলের
(D) উভয়ই সমান ভরবেগ প্রয়োগ করবে
Ans-(D) উভয়ই সমান ভরবেগ প্রয়োগ করবে
(তোমরা question টা ভালো করে দেখো -বলা আছে একই ভর এবং একই গতি সম্পূর্ণ দুটি বল।আমরা জানি ভরবেগ = ভর × বেগ।দুটোরই ভরবেগ Same।ভরবেগ যখন Same তখন সমান ভরবেগ প্রয়োগ করবে।মনে রাখবে Materials কিন্তু এখানে Important নয়।Important হচ্ছে ভরবেগ।
17. একটি বলকে 10 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে উপরে ছোড়া হলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে বলের গতিবেগ কত হবে?
(A) 40 m/s
(B) 0
(C) 20 m/s
(D) 10 m/s
Ans-(B) 0 (শূন্য)
(আমরা জানি একটি বলকে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছনো হয় তখন তার গতিবেগ (Velocity) শূন্য হয়ে যায়।যদি বলের গতিবেগ শূন্য না হতো তাহলে বলটি উপরে উঠতেই থাকতো যেতে যেতে মহাকাশে চলে যেতো।বলটির গতিবেগ যখন শূন্য হয়ে যায় তখন বলটি আবার নিচের দিকে পড়তে থাকে এবং বেগ বাড়তে থাকে।মাথায় রাখবে যত উপরের দিকে উঠতে থাকবে বেগ তত কমতে থাকে এবং যত নিচের দিকে নামতে থাকবে বেগ তত বাড়তে থাকবে- কারণ নীচে নামার সময় বলটির উপর অভিকর্ষ বল ক্রিয়া করে)।
18.নিচের কোনটি ত্বরণের সঠিক মাত্রা?
(A) LT-²
(B) L1 T-²
(C) L T ^-1
(D) M^1 L^1 T^-1
Ans-(A) LT-²
(এটাকে আবার L/T-² লেখা যায়।
* ত্বরণের একক হলো m/s²)।
19.Value of “g” for Moon is –
(চাঁদের অভিকর্ষজ ত্বরণ কত?)
(A) 1.625 m/s²
(B) 25 m/s²
(C) 8.23 m/s²
(D) 7 m/s²