প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা বিজ্ঞান প্রশ্ন (Part-2)
51.অবতল দর্পন (Concave Mirror) -এ কোথায় বস্তুকে রাখলে অসদ্ এবং সোজা প্রতিবিম্ব তৈরি করবে?
(A) C & F এর মাঝখানে
(B) P & C এর মাঝখানে
(C) P & F এর মাঝখানে
(D) None of these
52.150 kg ভরের একটি বস্তু 5 সেকেন্ডে 6ms^-1 বেগ থেকে 16 6ms^-1 হয়ে যায়।এর ত্বরণ কত হবে?
(A) 10 ms-²
(B) -2 ms-²
(C) 2 ms-²
(D) 22 ms-²
53.একটি ভৌতিক পরিমাণ যা কখনো ঋণাত্বক হতে পারে না সেটি হলো — — –।
(A) বল
(B) ত্বরণ
(C) দূরত্ব
(D) বেগ
54.কোনো বস্তুকে উত্তল লেন্সের 2F1 অবস্থানে স্থাপন করা হলে তার প্রতিচ্ছবি কি হবে?
(A) একই থাকবে
(B) হ্রাস পাবে
(C) অত্যন্ত হ্রাস পাবে
(D) বর্ধিত হবে
55.ত্বরণ ‘a, সঙ্গে চলন্ত, ভর ‘m’ -এর একটি বস্তুর বল কি?
(A) m/a
(B) m × a
(C) a + a
(D) a/m
56.একটি নির্দিষ্ট পরিবারে এক সপ্তাহের মধ্যে 200 ইউনিট শক্তি ব্যবহৃত হয়েছে।এই জুলের মধ্যে কত শক্তি রয়েছে?
(A) 7.2 × 108J
(B) 72 × 106 J
(C) 7.2 × 106 J
(D) 3.6 × 107 J
57.একটি 6 ওহম রোধযুক্ত তার মাঝখান থেকে দোভাঁজ হয়ে আছে।তারের নতুন রোধ নির্ণয় করো?
(A) 2.25 ওহম
(B) 1 ওহম
(C) 3.5 ওহম
(D) 1.5 ওহম
58.যে মূলক জলের অনু দ্বারা আকর্ষিত হয় তাকে কি বলা হয়?
(A) মাইলেস
(B) হাইড্রাফিলিক
(C) হোমোলোগাস
(D) হাইড্রোফোবিক
59.আমাদের হাতের তালুতে রাখলে নীচের কোনটি গলে যায়?
(A) LI & Na
(B) Na & Ga
(C) Cs & Na
(D) Ga & Cs
60.বিচুটি গাছের ঝাঁঝালো পাতাগুলি — — — প্রবেশ করায়, তার দ্বারা জ্বলনযুক্ত যন্ত্রণার সৃষ্টি হয়।
(A) অ্যাসিটিক অ্যাসিড
(B) মিথানয়িক অ্যাসিড
(C) ইথানয়িক অ্যাসিড
(D) প্রোপানয়িক অ্যাসিড
61.নীচের কোন বিবৃতিটি সত্য?
(A) বিজারণ পদ্ধতির ক্ষেত্রে, পরমাণু ইলেকট্রন পায়।
(B) বিজারণ পদ্ধতির ক্ষেত্রে, পরমাণু ইলেকট্রন হারায়।
(C) বিজারণ পদ্ধতির ক্ষেত্রে, পরমাণু প্রোটন পায়।
(D) বিজারণ পদ্ধতির ক্ষেত্রে, পরমাণু প্রোটন হারায়।
62.একটি তারের রোধ কিভাবে প্রভাবিত হবে যদি তারের মধ্যে বিদ্যুৎ দ্বিগুণ গতিতে প্রবাহিত হয়?
(A) কোনো রোধ প্রবাহিত হবেনা।
(B) রোধ অর্ধেক হয়ে যায়
(C) রোধ দ্বিগুণ হয়ে যায়
(D) রোধ চারগুন হয়ে যায়