প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা বিজ্ঞান প্রশ্ন (Part-2)

41. 12/6C বলতে একটি কার্বন পরমাণু সম্পর্কে কি ধারণা পাওয়া যায়?
(A) এতে 12 টি ইলেকট্রন ও 6 টি প্রোটন আছে।
(B) এতে 6 টি নিউট্রন ও 6 টি প্রোটন আছে।
(C) এতে 6 টি নিউট্রন ও 12 টি প্রোটন আছে।
(D) এতে 12 টি নিউট্রন ও 12 টি প্রোটন আছে।

Ans- (B) এতে 6 টি নিউট্রন ও 6 টি প্রোটন আছে।
(দেখো 12 এখানে ভর সংখ্যা।আর ভর সংখ্যা বলতে প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে বোঝায় (12 – 6 = 6 নিউট্রন)।
* আর 6 হচ্ছে পারমাণবিক সংখ্যা।পারমাণবিক সংখ্যা বলতে প্রোটন সংখ্যাকে বোঝায়।অর্থাৎ এখানে কতগুলো প্রোটন আছে।
* তাহলে তোমরা দেখতে পাচ্ছো এখানে 6 টি নিউট্রন ও 6 টি প্রোটন আছে)।

42. তৃতীয় পর্যায়ে উপস্থিত মৌলগুলির — — — কক্ষপথ রয়েছে।
(A) K, L, M এবং N
(B) K, L এবং M
(C) K এবং L কিন্তু M নয়
(D) K কিন্তু L এবং M নয়
Ans- (B) K, L এবং M
(মাথায় রাখবে তৃতীয় পর্যায়ে তিনটি কক্ষপথ থাকে।প্রথম কক্ষপথ হলো K, দ্বিতীয় কক্ষপথ হলো L এবং তৃতীয় কক্ষপথ হলো M।অর্থাৎ K,L,M)।

43.যে সকল পরমাণুর বহিঃস্থ কক্ষপথ সম্পূর্ণ থাকে তাদের যোজ্যতা কত হয়?
(A) এক হয়
(B) দুই হয়
(C) শূন্য হয়
(D) আট হয়

Ans- (C) শূন্য হয়
(যে সকল পরমাণুর বহিঃস্থ কক্ষপথ শূন্য তাদের শূন্য যোজী মৌল বলে।
* সম্পূর্ণ (Fill up) থাকা মানে শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন আছে।আর শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন থাকার মানেই সে Fill up হয়ে যাচ্ছে।তার মানে শূন্য হয়ে যাচ্ছে।
* হিলিয়াম, আর্গণ, নিয়ন, ক্রিপ্টন, জেনন এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস।এই মৌল গুলো 18 নম্বর গ্রুপে অবস্থান করে এবং এদের যোজ্যতা শূন্য হয়)।

44.ত্বরণের মাত্রা (Dimension) কি?
(A) L^1 M^2 T^-2
(B) L^1 M^0 T^-2
(C) L^1 M^1 T^-2
(D) L^1 M^1 T^2

Ans- (B) L^1 M^0 T^-2
(ত্বরণের একক হলো m/s^2)।

45.How Many Moles one Present in 54g of He?
(A) 12 Moles
(B) 10 Moles
(C) 13.5 Moles
(D) 20.5 Moles

Ans- (C) 13.5 Moles
(Given Mass বা ভর দিয়ে Molers Mass দিয়ে ভাগ করলেই আনসার হয়ে যাবে।
* হিলিয়াম (He) -এর মোলার মাস হলো 4
* তাহলে কি হবে –
Given Mass ÷Moler Mass
54 ÷ 4
: – 13.5 Ans.)।

46.ইথানলের Boiling Point কত?
(A) 67 ℃
(B) 78 ℃
(C) 69 ℃
(D) 99 ℃

Ans- (B) 78 ℃
(ইথানলের Actually Boiling Point হলো 78.5 ℃
* ইথানলের মেলটিং পয়েন্টে হলো মাইনাস114 (-114)।

47.How many atoms one Present in a Molecule of Ca(OH)2 ?
(A) 5 টি
(B) 6 টি
(C) 7 টি
(D) 8 টি

Ans- (A) 5 টি
(প্রশ্নে বলেছে Ca(OH)2 এখানে কতগুলো পারমাণবিক সংখ্যা আছে-
দেখতে পাচ্ছো এখানে Ca (ক্যালসিয়াম) আছে 1টি
* O (অক্সিজেন) আছে 2 টি এবং
* H (হাইড্রোজেন) আছে 2 টি
* তাহলে মোট পারমাণবিক সংখ্যা আছে 1 + 2 + 2 = 5টি)।

48.The Potential difference between the terminals of an electric heater is 60v When it draws current of 4A from the source.What current will be heater draw of the potential difference is increased to 150v ?
(A) 8.5 A
(B) 12.5 A
(C) 10 A
(D) 24 A

Ans- (C) 10 A
(আমরা জানি –
রোধ = V/A
R = V/A
R = 60/4
R = 15
* আমরা রোধ পেলাম 15 এবং এই রোধ Constant
* প্রশ্নে বলা আছে আগের ছিলো 60v এবং এখন যদি তা বেড়ে 150v হয় তাহলে কতটা কারেন্ট টানবে-
* আমরা জানি
R = V/A
15 = 150/A
A = 10A Ans)।

49.10N বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 10m হয় বল প্রয়োগ বিন্দুর দিকেই।তাহলে কতটা কার্য করা হয়েছে?
(A) 100 J
(B) 80 J
(C) 1000 J
(D) 1 J

Ans- (A) 100 J
(আমরা জানি-
কার্য = বল × সরণ
W = F × S
W = 10 × 10
W = 100 J Ans.)।

50.In a Concave Mirror where should the object to get a Real, inverted and diminished image between C and F ?
(A) At C
(B) Between F & C
(C) Beyond C
(D) Between F & P

Ans- (C) Beyond C
(বক্র কেন্দ্রের বাম দিককেই আমরা Beyond C বলি।
* অবতল দর্পন (Concave Mirror) -এ একবারই কিন্তু Virtual (অসদ্) & Erect (সোজা) প্রতিবিম্ব (Image) তৈরি হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.