প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা বিজ্ঞান প্রশ্ন (Part-2)

31. সালফারের পারমাণবিক ভর হলো 32 ইউনিট।16 গ্রাম সালফারে মোলের সংখ্যা কত হবে?
(A) সালফারের 0.75 মোল
(B) সালফারের 0.5 মোল
(C) সালফারের 1 মোল
(D) সালফারের 0.25 মোল

Ans-(B) সালফারের 0.5 মোল
(তোমাদের আগেই বলেছি মোলের সংখ্যা যখন বেড় করবে – question -এ যে গ্রাম দেওয়া আছে তাকে তোমরা পারমাণবিক ভর দিয়ে ভাগ করবে তাহলেই আনসার হয়ে যাবে-
M = 16 ÷ 32
M = 0.5 Mole Ans)।

32. একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে (Center of Curvature a Concave Mirror) একটি বস্তুকে স্থাপন করা হয়।এর ছবিটি কোথায় তৈরি হবে?
(A) বক্রতা কেন্দ্রে
(B) ফোকাসে
(C) বক্রতা কেন্দ্রের দূরে একটি বিন্দুতে
(D) ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে একটি বিন্দুতে
Ans-(A) বক্রতা কেন্দ্রে (A Center of Curvature)।

33.একটি বস্তুকে যদি 5cm ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি উত্তল দর্পণ থেকে 10cm দূরত্বে রাখা হয় তবে বিবর্ধন (Magnification) -এর পরিমাণ কত হবে?
(A) 0.05
(B) 0.2
(C) 0.3
(D) 0.1

Ans-(C) 0.3
(প্রথমেই এই কথা গুলি অবশ্যই মাথায় রাখবে –
V = প্রতিবিম্ব দূরত্ব
u = বস্তু দূরত্ব
f = ফোকাল লেন্থ
* আর উত্তল দর্পণের ক্ষেত্রে f & v Always প্লাস হয়।
* u কিন্তু দর্পণের ক্ষেত্রে মাইনাস হয় সে যে দর্পণই হোক না কেনো।
* দর্পণের Formula হলো-
1/v + 1/u = 1/f
1/v + 1/-u = 1/f
1/v – 1/u = 1/f
1/v = 1/f +1/u
1/v = 1/10 + 1/5
1/v = 1+2/10
1/v = 3/10
v = 10/3
* আমার দর্পনের Magnification -এর Formula জানি-
Magnification = -v/u
” ” -10/3/-10
” ” 1/3
= 0.3 Ans)।

34.সোডিয়াম থেকে ক্লোরিনে পারমাণবিক — — — আকার।
(A) প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়।
(B) হ্রাস পায়
(C) অপরিবর্তিত থাকে
(D) বৃদ্ধি পায়

Ans-(B) হ্রাস পায়
(আধুনিক Period অনুযায়ী তুমি যত Left থেকে Right -এর দিকে যাবে তত পারমাণবিক আকার কমতে থাকে।আর যত Right থেকে Left -এর দিকে যাবে তত পারমাণবিক আকার বাড়তে থাকবে।
* সোডিয়াম (Na) থেকে ক্লোরিন (Cl) -এর কথা বলেছে,এটা হলো তৃতীয় পর্যায়ের কথা বলেছে।আর আমরা Third Period সম্পর্কে জানি প্রথমে থাকে সোডিয়াম এবং last -এর আগেরটা হচ্ছে ক্লোরিন।তো তোমরা বুঝতেই পারছো সোডিয়ামের দিকে আসলে পারমাণবিক আকার বাড়বে আর ক্লোরিনের দিকে গেলে পারমাণবিক আকার কমবে।
* মনে রাখবে ক্লোরিন হলো অধাতু এবং সোডিয়াম হলো ধাতু)।

35.স্থিতি শক্তি (Potential Energy) =?
(A) Fs
(B) Mgh
(C) M(-g)h
(D) 1/2m^2

Ans-(B) Mgh
(Mass × g × h)

36.Dentists use a Concave Mirror because the image formed is — — –
(A) Virtual and enlarged
(B) Virtual but diminished
(C) Real but inverted
(D) Real and enlarged

Ans-(A) Virtual and enlarged
(আমরা জানি Concave Mirror (অবতল দর্পণ) -এ দুই ধরনের Image তৈরি হয় Virtual (অসদ্) এবং Real (সদ্)।
* অবতল দর্পণ কোনো জিনিসকে বড় করে দেখাতে পারে এই জন্য ডেন্টিস্ট দাঁত বড় করে দেখার জন্য Concave Mirror (অবতল দর্পণ) ব্যবহার করেন)।

37.10N ও 5N দুটি বল একটি বস্তুর উপর একই দিক থেকে ক্রিয়া করলো,সেক্ষেত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল যেটি বল হবে?
(A) 10N
(B) 15N
(C) 20N
(D) 50N

Ans-(B) 15N
(একই দিকে দুজন ব্যক্তি বল প্রয়োগ করছে- মানে দুই জনের প্রযুক্ত বল যোগ করলেই আনসার হয়ে যাবে (10N + 5N = 15N)।আর যদি একই দিকের বদলে যদি বিপরীত দিকের কথা বলতো তাহলে তোমাদের নেট বল হত 10N – 5N = 5N)।

38.নীচের কোন মৌলটি অধিক তড়িৎ ঋণাত্বক?
(A) Cl
(B) S
(C) Al
(D) P

Ans-(A) Cl
(মাথায় রাখবে Cl (ক্লোরিন) হলো অধাতু।আর আমরা জানি ধাতু গুলো Electro Positive হয় এবং অধাতু গুলো Electro Negative হয়।
* অর্থাৎ আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তত আমাদের Electro Negative (তড়িৎ ঋণাত্বক) বাড়ছে।আর যত ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি তত Electro Negativity কমে যাচ্ছে।
* পর্যায় সারণী অনুযায়ী আমরা জানি বাম দিকে থাকে ধাতু গুলো আর ডান দিকে থাকে অধাতু গুলো)।

39.50 সেকেন্ডে 40m উচ্চতায় 80 kg ভরের বস্তুকে উত্তোলন করার জন্য — — — গড় শক্তির প্রয়োজন হবে।(g= 10 m/s^2)।
(A) 3,200 J/s
(B) 640 J/s
(C) 600 J/s
(D) 1,640 J/s

Ans- (B) 640 J/s
(মনে রাখবে গড় শক্তি মানে ক্ষমতা।
* Question -এ Power -এর কথা বলেছে কিন্তু Energy -এর কথা বলেনি।
* Energy -কে Time দিয়ে ভাগ করলে Power পাওয়া যায়।
* question -এ বলেছে উচ্চতায় তুলতে হবে।উচ্চতায় তুলতে বলা হয়েছে মানে এখানে স্থিতি শক্তির কথা বোঝানো হয়েছে-
* আমরা জানি স্থিতি শক্তি =
Mass × g × h/time
80 × 10 × 40/50
80 × 2 × 4
80 × 8
640 J/s Ans.)।

40.দুটি তলের মধ্যে সৃষ্ট অনিয়মিততার ফলস্বরূপ — — — হয়।
(A) ঘাতবল
(B) টর্ক
(C) ঘর্ষণ
(D) ত্বনন

Ans- (C) ঘর্ষণ (Friction)
(পৃষ্ট অনিয়মিত হলে তার মধ্যে ঘর্ষণ (Friction)হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.