প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা বিজ্ঞান প্রশ্ন (Part-2)
21. নীচের কোনটি সমান একক ধারণ করে?
(A) বল & ক্ষমতা
(B) কাজ & শক্তি
(C) কাজ & ক্ষমতা
(D) বল & কাজ
22. 44g CO2 -তে থাকা CO2 -এর অনুসংখ্যা কত?
(A) 6.02 × 10^23
(B) 2.03 × 10^23
(C) 1.02 × 10^69
(D) 4.02 × 10^23
23. বায়ুমণ্ডলীয় চাপে একটি বস্তুর গলনাঙ্কে 1 কিলোগ্রাম কঠিন অবস্থার বস্তুকে তরলে পরিণত করতে যে তাপের প্রয়োজন হয় তাকে কি বলে?
(A) স্ফুটনাঙ্ক
(B) বাস্পীয়ভবনের লীনতাপ
(C) গলনের লীনতাপ
(D) None
24. 25 কিলোগ্রাম ভরের একটি বস্তুর উপর 75N বল প্রয়োগ করা হলো।উৎপন্ন ত্বরণের মান কত?
(A) 3 m/s^2
(B) 30 m/s^2
(C) 33 m/s^2
(D) 50 m/s^2
25. একটি কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সাথে বন্ধন তৈরি করে বৃহৎ অণু গঠনের ক্ষমতাকে কি বলে?
অথবা :- একটা পরমাণু অন্য একটা পরমাণুর সাথে বন্ধন তৈরি করে বৃহৎ অণু গঠন করে।এই বৃহৎ অণু গঠনের ক্ষমতাকে কি বলে?
(A) পালমারকরণ (পলিমারইজেশন)
(B) যোজ্যতা (ভ্যালেন্সি)
(C) বহুরূপতা (অ্যালেট্রপি)
(D) ক্যাটিনেশন
26. প্রজাতির সংখ্যার স্থিতাবস্থার সাথে নীচের কোনটি সম্পর্কিত?
(A) প্রজনন
(B) বিবর্তন
(C) পুষ্টি
(D) শ্বসন
27. Al2O3+NaOH+H2O =
(A) NaClH3O4 (aq)
(B) NaAl(OH)4 (aq)
(C) NaClH3O4 (s)
(D) NaAl(OH)4 (s)
28. ঋণাত্বক কাজে বল ও সরণের মাঝের কোণের মান কত?
(A) 90°
(B) 0°
(C) 60°
(D) 180°
29. বামদিক থেকে ডানদিকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি করতে নীচের কোনটি একটি সঠিক জোড়?
(A) Ca, Cl
(B) Na, Ne
(C) Be, B
(D) He, H
30. বৈদ্যুতিক প্রতীক ‘R’ (আর) কি উল্লেখ করে?
(A) অনুভবন (বিরলীকরণ)
(B) রোধ (Resistance)
(C) অনুরণন
(D) প্রতিসরণ