প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা বিজ্ঞান প্রশ্ন (Part-2)
11. নিন্মলিখিত থেকে অশুদ্ধ জোড়টি নির্বাচন করো?
(A) তামা – Cu
(B) সোনা – Au
(C) পারদ – Me
(D) প্লাটিনাম – Pt
12. 12℃ জলের ভৌতিক অবস্থা কি হবে?
(A) আয়নিক
(B) গ্যাস
(C) তরল
(D) কঠিন (সলিড)
13. নিন্মলিখিত পদ্ধতি গুলির মধ্যে কোনটি কর্দমাক্ত জল থেকে জলকে পৃথক করে?
(A) কেলাসন
(B) পাতন
(C) পৃথক করার কুপি বা ফানেল
(D) পরিস্রাবন
14. বিবৃতি:- A. একটি পর্যায়ের মধ্যে বাম থেকে ডান দিকে এগোলে,মৌল গুলির রাসায়নিক বিক্রিয়া প্রথমে কমে তারপর বৃদ্ধি পায়।
B. পর্যায় সরণির একটি শ্রেণীতে অ-ধাতুদের রাসায়নিক বিক্রিয়া নীচে নামার সময় বৃদ্ধি পায়।
(A) A মিথ্যা কিন্তু B সত্য
(B) A সত্য কিন্তু B মিথ্যা
(C) A & B উভয়ই সত্য
(D) শুধুমাত্র B সত্য
15. জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়ার ক্ষেত্রে নিন্মলিখিত গুলির মধ্যে কোনটি সত্য?
(A) হাইড্রোজেন গ্যাস তৈরি হয়
(B) স্বল্প তাপ তৈরি হয়
(C) বিক্রিয়াটি কম তীব্র (The Reaction is less Violent)
(D) All Of the above
16. নিন্মলিখিত গুলির মধ্যে কোনটি একটি দ্বি-প্রতিস্থাপন (Double Displacement) বিক্রিয়া নয়?
(A) BaCl2 + H2SO4 – BaSO4 + 2HCl
(B) CuSO4 + H2S – CuS + H2SO4
(C) NaOH + HCl – NaCl + H2O
(D) Mg3N2 + 6H2O – 3Mg(OH)2 + 2NH3
17. নিন্ম প্রদত্ত গুলির মধ্যে কোনটি জৈব সামগ্রীর শক্তির (Biomass Energy) উৎস নয়?
(A) গবর (Cow dung)
(B) কাঠ (Wood)
(C) ইথানল (Ethanol)
(D) পরমাণু শক্তি (Atomic Energy)
18. পারমাণবিক সংখ্যা 17, এরকম একটি মৌল হলো-
(A) একটি বিরল গ্যাস
(B) একটি হ্যালোজেন গ্যাস
(C) একটি ক্ষারীয় ধাতু
(D) একটি অবস্থান্তর বা ট্রানজিশন মৌল
19. স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল কি নামে পরিচিত?
(A) রাসায়নিক শক্তি
(B) আলোক শক্তি
(C) যান্ত্রিক শক্তি
(D) বৈদ্যুতিক শক্তি
20. হজমের শেষে শক্তির মুক্তি হয় কোন ফর্মে?
(A) তাপশক্তি
(B) বৈদ্যুতিক শক্তি
(C) রাসায়নিক শক্তি
(D) গতিশক্তি