প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা বিজ্ঞান প্রশ্ন (Part-2)
1.নিন্মোক্ত বিবৃতি গুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌলগুলির জন্য সবচেয়ে উপযুক্ত?
(A) তাদের সর্বহিঃস্থ কক্ষটিতে আটটি ইলেকট্রন আছে।
(B) তাদের তিনটি বহিঃকক্ষ অসম্পূর্ণ
(C) তাদের দুটি বহিঃকক্ষ অসম্পূর্ণ।
(D) তাদের সর্বশেষ বহিঃকক্ষ অসম্পূর্ণ।
2.একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক হলো 3.5 KHz এবং তরঙ্গদৈর্ঘ্য 0.1m। 700m গমণ করতে এর কতক্ষণ সময় লাগবে?
(A) 1.5s
(B) 2.0s
(C) 3.0s
(D) 1.0s
3.উলম্বভাবে উপর দিকে ছোঁড়া একটি বল 10 সেকেন্ডে (s) পরে মাটিতে ফিরে আসে।যেই বেগে এটিকে ছোঁড়া হয়েছিলো, সেই বেগটি নির্ণয় করো?
(A) 100m/s
(B) 10m/s
(C) 600m/s
(D) 60 m/s
4.একটি সমগনীয় শ্রেণীর (Homologous Series) সমস্ত সদস্যদের একই সাধারণ সূত্র দ্বারা বর্ণনা করা যায়।নিন্মলিখিত গুলির থেকে ভুল সূত্রটি নির্বাচন করো?
(A) Alkane – CnH2n + 2
(B) Alkyne – CnH2n – 2
(C) Alkene – CnH2n + 1
(D) None
5.পিতল (Brass) একটি সংকর ধাতু ——– এর তৈরি।
(A) তামা ও অ্যালুমিনিয়াম
(B) তামা ও টিন
(C) তামা ও দস্তা
(D) লোহা ও তামা
6.একটি উপাদানের আইসটোপের ভর সংখ্যা হলো 298।যদি এর নিউক্লিয়াসে 196 নিউট্রন থাকে, তার পারমাণবিক ভর সংখ্যা কত হবে?
(A) 196.0
(B) 298.0
(C) 102.0
(D) 449.0
7.নোঙ্গর নামানো একটি নৌকা জলের ঢেউয়ে দুলছে,পরপর দুটি ঢেউয়ের তরঙ্গশীর্ষের মধ্যে 100m দূরত্ব রয়েছে।চলমান তরঙ্গশীর্ষগুলি 25ms^-1 বেগে গতিশীল।দুলন্ত নৌকাটির কম্পাঙ্ক কত?
(A) 625 Hz
(B) 25 Hz
(C) 0.25 Hz
(D) 1000 Hz
8.অসম্পৃক্ত (Unsaturated) যৌগের দহনের সময় ——– দেখা যায়।
(A) হলুদ শিখা
(B) নীল শিখা
(C) লাল শিখা
(D) সবুজ শিখা
9.ইস্পাতের দুটি গোলক যাদের ভর 5 কিলোগ্রাম এবং 10 কিলোগ্রাম, প্রতিটি সমান গতিশক্তি ধারণ করে।যদি দুটি গোলকের মধ্যে আদৌ কোনো একটি দ্রুততর গতিতে যাচ্ছে,তাহলে সেটি কোনটি?
(A) 10 kg
(B) 5 kg
(C) A & B
(D) None
10.সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়?
(A) দূরত্ব
(B) ত্বরণ
(C) দ্রুতি
(D) বেগ