রেলের গ্রূপ ডি প্রশ্ন ও উত্তর পার্ট -১
21.”গাজী” কার উপাধি ছিল?
A. আকবর
B. শেরশাহ শুরি
C. আওরঙ্গজেব
D. বাবর
22.ওয়াটার গ্যাস হল-
A. CO এবং N2 এর মিশ্রণ
B. CO এবং H2 এর মিশ্রণ
C. CO এবং O2 এর মিশ্রণ
D. H2O এবং N২ এর মিশ্রণ
23.বনভূমির প্রকারভেদ করা হয়-
A. তাপমাত্রার দ্বারা
B. বৃষ্টিপাতের পরিমান দ্বারা
C. আলোর পরিপ্রেক্ষিতে
D. অক্ষাংশের পরিপ্রেক্ষিতে
24.মানবদেহের নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ কোনটি?
A. ইউরিয়া
B. ইউরিক অ্যাসিড
C. কিটোনস
D. হিপরিক অ্যাসিড
25.হেপারিন হল-
A. হরমোন
B. পিত্তরস
C. শর্করা
D. এন্টি হরমোন
26.যকৃতে অতিরিক্ত Glucose কি রূপে সঞ্চিত হয়?
A. Fructose
B. Glucose
C. Glaicogen
D. Starch
27.মোটর নার্ভ স্নায়ু উত্তেজনা কোথায় বহন করে নিয়ে যায়?
A. ইন্দ্রিয়গুলিতে
B. পেশিতে
C. সুষুম্নাকাণ্ডে
D. হৃৎপিণ্ডে
28.উদ্ভিদের বাষ্পমোচন বৃদ্ধিপায় –
A. শুষ্কতা বাড়লে
B. জল সরবরাহ বাড়লে
C. আদ্রতা বাড়লে
D. পুষ্টি পদার্থ বাড়লে
29.রক্তবাহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় প্রোটিন?
A. গ্লোবিউলিন
B. হেপারিন
C. এলবুমিন
D. ফাইব্রিনোজেন
30.২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে জন ঘনত্ব সবচেয়ে বেশি?
A. পশ্চিমবঙ্গ
B. উত্তরপ্রদেশ
C. বিহার
D. কেরালা