রেলের গ্রূপ ডি প্রশ্ন ও উত্তর পার্ট -১
11.”Paradise Lost” এর লেখক কে?
A. জন মিল্টন
B. পি বি শেলী
C. গোয়েও
D. শেক্সপিয়র
12.নৱকান্ত বড়ুয়া একজন অসমীয়া –
A. কবি
B. ঔপন্যাসিক
C. প্রাবন্ধিক
D. শিক্ষাকর্মী
13.রাজতরঙ্গিণীর রচয়িতা কে?
A. বিষ্ণুগুপ্ত
B. বিষ্ণুশর্মা
C. কলহন
D. চাণক্য
14.”শকারী” উপাধি কে গ্রহণ করেছিলেন?
A. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B. হর্ষবর্ধন
C. পুলকেশী
D. রুদ্রোদমন
15.কেবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল?
A. ১৯৪৬ সালে
B. ১৯৪৫ সালে
C. ১৯৪২ সালে
D. ১৯৪৭ সালে
16.কতসালে বাংলাদেশের জন্ম হয়?
A. ১৯৭১ সালে
B. ১৯৭০ সালে
C. ১৯৭৫ সালে
D. ১৯৭২ সালে
17.পৃথিবীর আবর্তন গতির ফলে কি হয়?
A. দিবা-রাত্রি
B. জোয়ার-ভাটা
C. ঋতু পরিবর্তন
D. বায়ু প্রবাহ
18.বেলে পাথরের রূপান্তরিত রূপ কোনটি?
A. ফাইলাইট
B. মার্বেল
C. চুনাপাথর
D. কোয়ার্টজাইট
19.ফারাক্কা বাঁধ কোন দুটি নদীর মধ্যেকার জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে?
A. পদ্মা ও গঙ্গা
B. গঙ্গা ও ব্রহ্মপুত্র
C. তিস্তা ও গঙ্গা
D. সরস্বতী ও ব্রহ্মপুত্র
20.সর্বোৎকৃষ্ট কয়লা হল-
A. বিটুমিনাস
B. লিগনাইট
C. পিট্
D. এন্থ্রাসাইট