রেলের গ্রূপ ডি প্রশ্ন ও উত্তর পার্ট -১
1. নিচের কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়?
A. পার্লামেন্টিয় সরকার
B. আংশিক একনায়ক ও আংশিক গণতন্ত্র6
C. লিখিত সংবিধান
D. রাষ্ট্রপতির অধীনস্থ সরকার
2. লোকসভার সভাপতিত্ব করেন কে?
A. রাষ্ট্রপতি
B. উপরাষ্ট্রপতি
C. লোকসভার স্পিকার
D. প্রধানমন্ত্রী
3. ওভাল স্টেডিয়াম কোথায় অবস্থিত?
A. কলকাতায়
B. দিল্লিতে
C. সিডনিতে
D. লন্ডনে
4. “বন্দেমাতরম” এর লেখক কে?
A. এ আর রহমান
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D. সরোজিনী নাইডু
5. রাজস্থানি সংগীত কি নাম পরিচিত?
A. চৈতি
B. ভাটিয়ালি
C. ছৌ
D. মান্ড
6. পিপলস ওয়ার গ্রূপ (PWG) নামে পরিচিত সংস্থাটি ভারতের কোন রাজ্যে সক্রিয়?
A. অন্ধ্রপ্রদেশ
B. কেরালা
C. কর্ণাটক
D. তামিলনাড়ু
7. বিখ্যাত উপন্যাস “The Mother” কে লিখেছেন?
A. লিও টলস্টয়
B. আর্নেস্ট হেমিংওয়ে
C. ম্যাক্সিম গোর্কি
D. টমাস হার্ডি
8. নিচের কোনটি শেক্সপিয়রের লেখা?
A. Arms and the Man
B. All Wells that Ends Wells
C. Mother in the Cathedral
D. কোনটিই নয়
9. নিচের কে একজন বিখ্যাত সায়েন্স ফিক্শন লেখক?
A. আলেক্সান্ডার পোপ
B. আর্থার সি ক্লার্ক
C. ও হেনরি
D. এস রিচার্ডসন
10. বনফুল কার ছদ্মনাম?
A. আশাপূর্ণা দেবী
B. বলাইচাঁদ মুখোপাধ্যায়
C. সমরেশ বসু
D. রবীন্দ্রনাথ ঠাকুর