রেলের বিগত বছরের প্রশ্ন
71.নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী?
A. সালফার ডাই অক্সাইড
B. কার্বন মনোক্সাইড
C. কার্বন ডাই অক্সাইড
D. হাইড্রোজেন সালফাইড
72.নিচের কোনটি পেট্রোলের প্রধান উপাদান?
A. প্যান্টিন
B. অক্টেন
C. মিথেন
D. হেক্সেন
73.নিচের কোনটি কঠিন পিচ্ছিলকারক?
A. গ্রিস
B. গ্রাফাইট
C. জিঙ্ক
D. লিথিয়াম
74.সুনামি(TSUNAMI) শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
A. ইংলিশ
B. কোরিয়া
C. জাপানি
D. চীনা
75.নিচের কোনটি সমুদ্রের গভীরতা এবং ধাতুর মধ্যে ফাটল নির্ধারণ করতে ব্যবহার করা হয়?
A. আল্ট্রাসনিক তরঙ্গ
B. এক্স-রে
C. আলোক তরঙ্গ
D. গামা-রে
76.যদি ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করা হয় তবে চাপের স্তম্ভের উচ্চতা পারদের ৭৫ সেমির পরিবর্তে কত সেমি: দেখাবে?
A. ১০৫০ সেমি
B. ১০২০ সেমি
C. ৫.৫ সেমি
D. ১০০০সেমি
77.ইউরো ২ কথাটি আধুনিক গাড়ির ক্ষেত্রে যে বিষয়ে ব্যবহৃত হয়?
A. গাড়ি থেকে নির্গত ধোয়া
B. গাড়ির গতিবেগ
C. জ্বালানি দক্ষতা
D. ইঞ্জিনের টর্ক
78.আগমার্ক শব্দটি কিসের জন্য ব্যবহৃত হয়?
A. কৃষিজ দ্রব্যের ক্রমবিভাগের জন্য
B. পলিস্টার বস্ত্রের ক্রমবিভাগের জন্য
C. যন্ত্রাদির পিচ্ছিলকারকের বিভাগের জন্য
D. ব্যাটারিচালিত খেলনার বিভাগের জন্য
79.ভারতে শিল্পোদ্রব্যের মান নির্ধারণের জন্য ব্যবহৃত হয়-
A. ISI
B. ISO
C. ITI
D. CEERI
80.ওজন গ্যাসের অণুতে কটি পরমাণু থাকে?
A. দুটি
B. তিনটি
C. চারটি
D. একটি