রেলের বিগত বছরের প্রশ্ন
61.একটি পরমাণুর আকার প্রায় –
A. ১০^-৮ সেন্টিমিটার
B. ১০^-১০ সেন্টিমিটার
C. ১০^-৪ সেন্টিমিটার
D. ১০^-৬ সেন্টিমিটার
62.বন্ধ ঘরে কাঠ কয়লা বা গ্যাসস্টোভ ব্যবহার করতে নিষেধ করার কারণ কি ?
A. বৈদ্যুতিক তারে আগুন লাগতে পারে
B. স্টোভ নিভে যেতে পারে
C. কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়া হতে পারে
D. স্টোভ ফেটে যেতে পারে
63.রেলের মত বৃহত্তম সংস্থার নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা কি?
A. সর্বস্তরের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া
B. মাঝে মাঝে পরীক্ষা করা
C. অবহেলাকারী কর্মীদের শাস্তি দেওয়া
D.কর্মীদের ছোটখাটো ভুল গ্রাহ্য না করা
64.জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কত ডিগ্রী তাপমাত্রায়?
A. 0°কি তাপমাত্রায়
B. 100°C তাপমাত্রায়
C. 4°C তাপমাত্রায়
D. -273°C তাপমাত্রায়
65.কোন সাঁতারু সাধারণ জলের চেয়ে সমুদ্র জলে সাঁতার কাটতে সুবিধাজনক মনে করে কেন?
A. সমুদ্রের জল কম দূষিত
B. সমুদ্রের জলের ঘনত্ব বেশি
C. সমুদ্রে জলের পরিমান বেশি বলে
D. সমুদ্র তরঙ্গ সাঁতারুদের সাঁতার কাটতে সুবিধা করে দেয়
66.দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
A. ব্যারোমিটার
B. ল্যাক্টোমিটার
C. অল্টিমিটার
D. হাইগ্রোস্কোপ
67.সূর্যের থেকে সবচেয়ে দূরে কোন গ্রহটি রয়েছে?
A. বুধ
B. শুক্র
C. নেপচুন
D. মঙ্গল
68.নিচের কোনটি রিখটার স্কেলে মাপা হয়?
A.বজ্রপাত সহ ঝড়ের প্রাবল্য
B. ভূমিকম্পের তীব্রতা
C. সমুদ্রের গভীরতা
D. উচ্চতা
69.ত্বরণ বলতে বোঝায় –
A. কোন যানবাহনের সর্বোচ্চ গতি
B. গতি পরিবর্তনের হার
C. সময় পরিবর্তনের হার
D. দূরত্ব পরিবর্তনের হার
70.তিনটি বস্তু একই সরলরেখায় অবস্থিত নয় তাদের মধ্য দিয়ে কতগুলি বৃত্ত আঁকা যাবে?
A. একটি
B. দুটি
C. তিনটি
D. একটিওনা