রেলের বিগত বছরের প্রশ্ন
RRB Previous Years Questions And Answers in Bengali page-5
51.”গোদান” এর লেখক কে?
ক. সাদাত হোসেন মান্টো
খ. প্রেমচাঁদ
গ. খুশওয়াত সিং
ঘ. অম্রিত প্রীতম
52. “The Golden Gate” এর লেখক কে?
ক. বিক্রম শেঠ
খ. অমিতাভ ঘোষ
গ. অমিত চৌধুরী
ঘ. উপমন্যু চ্যাটার্জী
53. Miguel de Cervantes এর লেখা বই কোনটি?
ক. গার্গন্তুয়া
খ. প্যারাডাইস লস্ট
গ. ডন কুইক জোট
ঘ. টম জোন্স
54. “The Jungle Book” এর লেখক কে?
ক. Rudyard Kipling
খ. Captain Frederick Marryat
গ. Charles কিংসলেই
ঘ. Robert Louis Stevenson
55.”Crime and Punishment” এর লেখক কে?
ক. টুর্গনেভ
খ. লিও টলস্টয়
গ. ফিওদর দস্তভস্কি
ঘ. রুশো
56. পারদ ব্যারোমিটারে তরল হিসাবে ব্যবহৃত হয় কারণ?
ক. এটি কাঁচের গায়ে আটকে থাকে না
খ. এটি গাঢ় ঘনত্বের তরল
গ. এর ধাতব উজ্জ্বলতা আছে
ঘ. এর টপ্ পরিবাহিতা অন্য্ ধাতুর তুলনায় বেশি
57. পারদকে থার্মোমিটারে তরল হিসাবে ব্যবহার করা হয় কারণ?
ক. এটি কাছের গায়ে আটকে থাকে না
খ. এর তাপ পরিবাহিতা অন্যান্য তরলের থেকে বেশি
গ. এটি সামান্য তাপের পরিবর্তনেই আয়তন পরিবর্তন করতে পারে
ঘ. উপরের সবকটিই
58. বাতাসের আদ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
ক. হাইগ্রোমিটার
খ. ব্যারোমিটার
গ. হাইড্রোমিটার
ঘ. ম্যানোমিটার
59. নক্ষত্রের আলো মিটমিট করে কেন?
ক. অপবর্তন (Diffraction) এর জন্য
খ. প্রতিসরণ (Refraction) এর জন্য
গ. সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন (Total internal deflection) এর জন্য
ঘ. বাধা
60. চরম শূন্য তাপমাত্রায় যেকোন গ্যাস যে অবস্থায় পাওয়া যায় –
ক. তরল
খ. কঠিন
গ. গ্যাসীয়
ঘ. গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে