রেলের বিগত বছরের প্রশ্ন

RRB Group D GK in bangla page 3
31. নিম্নলিখিত কে বাবরের বাবা ছিলেন?
ক. উমর শেখ মির্জা-II
খ. আবু সৈয়দ মির্জা
গ. কামরান মির্জা
ঘ. উপরোক্ত কেউই নন

উত্তর-বাবরের  পিতার নাম উমর শেখ মির্জা-II  

32. বাবর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছিলেন?
ক. তুর্কি
খ. পারসী
গ. উর্দু
ঘ. আরবি
উত্তর- বাবর তার আত্মজীবনী তুর্কি ভাষায় লিখেছিলেন

33. শিবাজীর মায়ের নাম কি ছিল?
ক. অহল্যা বাঈ
খ. জিজাবাঈ
গ. অপর্ণাবাঈ
ঘ. সারাবাঈ
উত্তর- শিবাজীর মায়ের নাম  ছিল জিজাবাঈ

34. মুর্শিদকুলিখাঁ তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন?
ক. কাশিমবাজার
খ. মানগড়
গ. মুর্শিদাবাদ
ঘ. গৌড়
উত্তর-গ. মুর্শিদাবাদ

35. আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. মোহাম্মদ ইকবাল
খ. আবুল কালাম আজাদ
গ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. স্যার সৈয়দ আহমেদ খান
উত্তর-আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা  ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান 

36. সূর্যের নিকটতম গ্রহের নাম কি?
ক. শনি
খ. বুধ
গ. মঙ্গল
ঘ. শুক্র
উত্তর-খ. বুধ

37. নিচের কোনটি আন্তর্জাতিক তারিখ রেখা?
ক. বিষুবরেখা
খ. 0° দ্রাঘিমারেখা
গ. ৯0° পূর্ব দ্রাঘিমা রেখা
ঘ. ১৮0° দ্রাঘিমারেখা
উত্তর-ঘ. ১৮0° দ্রাঘিমারেখা 

38. কুশীনগর কোথায় অবস্থিত?
ক. উত্তরপ্রদেশ
খ. বিহার
গ. মধ্যপ্রদেশ
ঘ. নেপাল
উত্তর- ক. উত্তরপ্রদেশ

39. কোন ধূমকেতু ৭৬ বছর পর পর দেখা যায়?
ক. আল্ফ়া
খ. হ্যালির ধূমকেতু
গ. ডোনাটির
ঘ. হোমসের
উত্তর-খ. হ্যালির ধূমকেতু (হ্যালির ধূমকেতু দেখতে ঝাঁটার মত )

4০. বায়ুমণ্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে?
ক. নাইট্রোজেন
খ. কার্বন দেয় অক্সাইড
গ. ওজন গ্যাস
ঘ. হিলিয়াম গ্যাস
উত্তর-গ. ওজন গ্যাস
  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.