রেলের বিগত বছরের প্রশ্ন
21. হিন্দুস্তান এন্টিবায়োটিক প্লান্ট কোথায় অবস্থিত?
ক. বেঙ্গালুরু
খ. ঋষিকেশ
গ. পুনে
ঘ. দিল্লী
22.মানব রক্তের pH এর মাত্রা কত?
ক. ৭
খ. ৬.৫
গ. ৭.৪
ঘ. ৬
23. রেডিও কার্বন যার বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়?
ক. জীবাশ্ম
খ. শিলা
গ. পৃথিবী
ঘ. পাথর
24. কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল “বিক্রমাদিত্য”?
ক. প্রথম চন্দ্রগুপ্ত
খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ. সমুদ্রগুপ্ত
ঘ. স্কন্দগুপ্ত
25. হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন?
ক. গুপ্ত
খ. মৌখরী
গ. পুষ্যভূতি
ঘ. ঔধ্যেয়
26. সিন্ধুর কোন হিন্দু সম্রাট আরব আক্রমণকারীদের দ্বারা পরাজিত ও নিহত হয়েছিলেন?
ক. জয়সিংহ
খ. জয়চন্দ্র
গ. দাহির
ঘ. ভীম
27. কোন ব্যক্তি দিল্লির আটজন সুলতানের শাসন প্রত্যক্ষ করেছিলেন?
ক. জিয়াউদ্দিন বারনি
খ. মিনহাজ উস সিরাজ
গ. আমির খসরু
ঘ. শামস ই সিরাজ
28. কোন ভারতীয় শাসক সর্বপ্রথম মুহাম্মদ ঘোরীকে পরাজিত করেছিলেন?
ক. পৃথ্বীরাজ চৌহান
খ. দ্বিতীয় ভীম
গ. জয়চন্দ্র
ঘ. আনন্দপালা
29. মোহাম্মদ ঘোরীর কোন সেনাপতি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন?
ক. বখতিয়ার খলজি
খ. কুতুবুদ্দিন আইবক
গ. মুবারক খলজি
ঘ. মির্জা হেকিম
30. লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
ক. সিকান্দার লোদী
খ. বহলুল লোদী
গ. ইব্রাহিম লোদী
ঘ. দৌলত খান লোদী