রেলের বিগত বছরের প্রশ্ন
RRB Question and Answers in Bangla page -2
11.RAM শব্দটির অর্থ কি?
ক. Random Access Memory
খ. Random Awerness Memory
গ. Random All Memory
ঘ. None of the above
12.বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে?
ক. Tropopause
খ. Ionosphere
গ. Troposphere
ঘ. কোনটিই নয়
13. পার্লামেন্টের যুক্ত অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. উপরাষ্ট্রপতি
14. জল রাসায়নিকভাবে একটি –
ক. হাইড্রোক্সাইড
খ. অক্সাইড
গ. যৌগ
ঘ. কোনটিইট নয়
15.সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত বছর ?
ক. 22
খ. 21
গ. 25
ঘ. 18
16. ভারতে কেন্দ্রীয় ঔষধ গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
ক. লক্ষ্নৌ
খ. পুনে
গ. ব্যাঙ্গালুরু
ঘ. দিল্লী
17. যার সময়ে রাওলাট আইন পাশ হয়েছিল –
ক. লর্ড মিন্টো
খ. লর্ড চেম্সফোর্ড
গ. লর্ড ডাফরিন
ঘ. লর্ড ওয়েলিংটন
18. ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখাকে কি বলে ?
ক. ম্যাকমোহন
খ. Radcliffe
গ. স্টাফোর্ড ক্রিফস
ঘ. লোক
19. বাণভট্ট কার সভাকবি ছিলেন?
ক. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
খ. কনিষ্ক
গ. শশাঙ্ক
ঘ. হর্ষবর্ধন
20. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
ক. ১৫৫৬
খ. ১৫২৬
গ. ১৫৭৬
ঘ. ১৭৬১