রেলের বিগত বছরের প্রশ্ন

131.অশোক চক্রে কটি দন্ড থাকে?
A. ২৬ টি
B. ২৮ টি
C. ২৪ টি
D. ২০ টি

Ans- C. ২৪ টি

132.নিচের কোন দেশটি তার নাম পরিবর্তন করেছে?
A. পোল্যান্ড
B. বার্মা
C. চীন
D. হংকং

Ans-B. বার্মা

133.নিচের কোন ওষুধটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়?
A. টেরামাইসিন
B. পেনিসিলিন
C. ক্লোরোমাইসিন
D. কুইনাইন

Ans- D. কুইনাইন

134.এনিমিয়া দেখা যায় যার অভাবে?
A. ফলিক অ্যাসিড
B. লোহা
C. ভিটামিন সি
D. ভিটামিন এ

Ans-B. লোহা

135.কোন বছর মানুষ প্রথম চাঁদে অবতরণ করে?
A. ১৯৫৯ সালে
B. ১৯৬৯ সালে
C. ১৯৬৫ সালে
D. ১৯৫৫ সালে

Ans- B. ১৯৬৯ সালে

136.কলকাতা ও দিল্লি যার দ্বারা সংযুক্ত?
A. এন এইচ নং- ১
B. এন এইচ নং- ২
C. এন এইচ নং- ৪
D. এন এইচ নং- ৩

Ans- B. এন এইচ নং- ২

137.F.T.A হল –
A. ফ্রি ট্রেড এরিয়া
B. ফ্রি ট্রেড এসোসিয়েশন
C. ফোরাম অফ ট্রেড এসোসিয়েশন
D. কোনোটিই নয়

Ans-A. ফ্রি ট্রেড এরিয়া

138.নিচের কোনটি ভারতের বৃহত্তম স্টেডিয়াম?
A. ইডেন গার্ডেন
B. ফিরোজ শাহ কোটলা
C. যুবভারতী ক্রীড়াঙ্গন
D. চিপক

Ans- C. যুবভারতী ক্রীড়াঙ্গন

139.বিশ্ব দৃষ্টি দিবস কবে পালন করা হয় –
A. অক্টোবর, ১০
B. অক্টোবর, ১১
C. অক্টোবর, ১২
D. অক্টোবর, ১৩

Ans- B. অক্টোবর, ১১

140.গুপ্ত সম্রাটরা মূলত যে ধাতুর মুদ্রা চালু করেছিলেন?
A. তামা
B. সোনা
C. রুপা
D. উপরের দুটিই

Ans-B. সোনা

রেলের গ্রূপ ডি প্রশ্ন ও উত্তর পার্ট -2

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.