রেলের বিগত বছরের প্রশ্ন

121.মহাত্মা গান্ধী বিদ্যুৎ প্রকল্প যে নদীতে অবস্থিত?
A. গোদাবরী
B. সরাবতী
C. কৃষ্ণা
D. তুঙ্গভদ্রা

Ans- D. তুঙ্গভদ্রা

122.ইউনিট ট্রাস্ট অব ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল?
A. ১৯৬০
B. ১৯৬৪
C. ১৯৬৬
D. ১৯৬৮

Ans-B. ১৯৬৪

123.জুল কিসের একক?
A. কার্য
B. শক্তি
C. উপরের দুটিই
D. কোনটিই নয়

Ans- C. উপরের দুটিই

124.ডায়নামো কে আবিষ্কার করেন?
A. টমাস আলভা এডিসন
B. মাইকেল ফ্যারাডে
C. নিকোলা টেলিসা
D. জেড ডায়ালমার

Ans-B. মাইকেল ফ্যারাডে

125.কোন দেশের পার্লামেন্টের নাম সোরা?
A. আফগানিস্তান
B. ইরান
C. নরওয়ে
D. সুদান

Ans- A. আফগানিস্তান

126.নিচের কোন শব্দটি বেসবল খেলার সাথে যুক্ত?
A. জাম্প বল
B. হাফ
C. গোল কিক
D. ডায়মন্ড

Ans- D. ডায়মন্ড

127.রঙ্গস্বামী কাপ যে খেলার সাথে যুক্ত?
A. হকি
B. ক্রিকেট
C. ফুটবল
D. জুডো

Ans-A. হকি

128.মশারা সমুদ্রের জলে অভ্যস্ত নয় কারন তাদের শরীর সহ্য করতে পারে না –
A. গরম জল
B. ঠান্ডা জল
C. নোনা জল
D. পরিষ্কার জল

Ans-C. নোনা জল

129.পৃথিবীর চারিদিকে চন্দ্রের একবার ঘুরে আসতে সময় লাগে-
A. ২৮ দিন
B. ২৮ দিনের কিছু কম
C. ২৮ দিনের কিছু বেশি
D. কোনটিই নয়

Ans-B. ২৮ দিনের কিছু কম

130.শিবাজীর রাজধানী ছিল?
A. পুনা
B. পুরন্দর
C. রায়গড়
D. কারওয়ার

Ans-C. রায়গড়

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.