রেলের বিগত বছরের প্রশ্ন
111.গুপ্ত সম্রাটরা মূলত কিসের মুদ্রা চালু করেছিলেন?
A. তামা
B. সোনা
C. রুপা
D. ব্রোঞ্জ
112.ভারতের জাতীয় প্রতীকের নিচে কোন নীতি বাক্যটি
লেখা আছে?
A. জয়হিন্দ
B. সত্যমেব জয়তে
C. সত্যম, শিবম
D. সত্যম, শিবম, সুন্দরম
113.রাষ্ট্রপতি কতজন সদস্য রাজ্যসভায় মনোনীত করতে পারেন?
A. ১২ জন
B. ৬ জন
C. ৮ জন
D. ১০ জন
114.ভারতে প্রথম মুসলিম আক্রমনকারী কে?
A. বাবর
B. মোহাম্মদ বিন কাশিম
C. মোহাম্মদ ঘোরী
D. ইলতুৎমিস
115.ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন?
A. বিধবা বিবাহ
B. সতীদাহ প্রথা নিষিদ্ধ করা
C. সংবাদ পত্র স্বাধীনতা আইন
D. কোনটিই নয়
116.নিচের কোন গ্যাসটিকে সহজে তরলে পরিণত করা যায়?
A. নাইট্রোজেন
B. অক্সিজেন
C. এমোনিয়া
D. হাইড্রোজেন
117.কমনওয়েলথ দিবস কবে পালিত হয়?
A. ২৪ শে মে
B. ২৪ শে এপ্রিল
C. ২৪ শে মার্চ
D. ২৪ শে জুন
118.সাইমন কমিশন ভারতে এসেছিল কবে?
A. ১৯৩০ সালে
B. ১৯২৮ সালে
C. ১৯২৭ সালে
D. ১৯২৫ সালে
119.ভারতে পর্যটন দিবস কবে পালিত হয়?
A. জানুয়ারি, ২৫
B. মার্চ, ২০
C. এপ্রিল, ২
D. সেপ্টেম্বর, ১২
120.কার জন্মদিনে শিক্ষক দিবস পালিত হয়?
A. মহাত্মা গান্ধী
B. জওহরলাল নেহেরু
C. সুভাষ চন্দ্র বসু
D. সর্বপল্লী রাধাকৃষ্ণন