রেলের বিগত বছরের প্রশ্ন

 91. নিচের কোন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হননি?
A. গুলজারিলাল
B. জগজীবন
C. চরণ সিং
D. লাল বাহাদুর শাস্ত্রী

Ans- B. জগজীবন

92. আমাদের দেশে বর্তমানে কয়টি রাজ্য?
A. ২৮ টি
B. ২৯ টি
C. ৩০ টি
D. ২৭ টি
Ans- B. ২৯ টি

93. থাইরয়েডের দ্বারা দেহের কোন অঙ্গ প্রভাবিত হয়?
A. পাকস্থলী
B. ক্ষুদ্রান্ত
C. কিডনি
D. ফুসফুস
Ans-B. ক্ষুদ্রান্ত

94. কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত?
A. মহারাজা রণজিৎ সিং
B. গুরু গোবিন্দ সিং
C. ভগৎ সিং
D. লালা লাজপৎ রায়
Ans- D. লালা লাজপৎ রায়

95. ব্রিটিশ শাসিত ভারতে যার দ্বারা হোমরুল আন্দোলন শুরু হয়েছিল?
A. সরোজিনী নাইডু
B. মহাত্মা গান্ধী
C.এনি বেসান্ত
D. সর্দার পটেল
Ans- C.এনি বেসান্ত (এই আন্দোলন প্রথম শুরু করেন বাল গঙ্গাধর তিলক )

96. ধ্যান চাদঁ নিচের কোন খেলার সাথে যুক্ত?
A. হকি
B. ফুটবল
C. ক্রিকেট
D. কুস্তি
Ans- A. হকি

97. লোকসভার স্পিকার নির্বাচিত হন-
A. লোকসভা ও রাজ্যসভার সদস্যের দ্বারা
B. রাজ্যসভার সদস্যের দ্বারা
C. লোকসভার সদস্যের দ্বারা
D. সরাসরি জনগণের দ্বারা
Ans- C. লোকসভার সদস্যের দ্বারা

98. দাদা সাহেব ফালকে পুরস্কার যে বিষয়ে দেওয়া হয় –
A. সাহিত্য
B. খেলা
C. সিনেমা
D. চিকিৎসা
Ans-C. সিনেমা

99.স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
A. ভিটামিন-C
B. ভিটামিন-B
C. ভিটামিন-D
D. ভিটামিন-K

Ans- A. ভিটামিন-C

100.বিজলি দ্বন্দ্ব কে আবিষ্কার করেছিলেন?
A. বেঞ্জামিন ফ্র্যাংকলিন
B. আইনস্টাইন
C. আলেকজান্ডার ফ্লেমিং
D. জে এল বেয়ার্ড

Ans- A. বেঞ্জামিন ফ্র্যাংকলিন

রেলের গ্রূপ ডি প্রশ্ন ও উত্তর পার্ট -2

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.