Important GK Questions on Indian Rivers in Bengali
81. “Upper Indravati Hydro Electric Project- কোন নদীর উপর গড়ে উঠেছে?
(A) মহানদীর উপর
(B) গোদাবরী নদীর উপর
(C) কৃষ্ণা নদীর উপর
(D) কাবেরী নদীর উপর
82. জল প্রবাহ ও উপত্যকা অনুযায়ী চতুর্থ বৃহত্তম নদী নিন্মের কোনটি?
(A) ব্রাম্মনী নদী
(B) বৈতরণী নদী
(C) ব্রহ্মপুত্র নদী
(D) কৃষ্ণা নদী
83. কৃষ্ণা নদী কয়টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
(A) 3 টি
(B) 4 টি
(C) 5 টি
(D) 2 টি
84. আরউইন ব্রিজ কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে?
(A) মহানদী উপর
(B) কাবেরী নদীর উপর
(C) দামোদরের উপর
(D) কৃষ্ণা নদীর উপর
85. গোদাবরী ও কৃষ্ণার পর দক্ষিণ ভারতের সবচেয়ে বড়ো নদী নিন্মের কোনটি?
(A) বৈগাই নদী
(B) পেন্নার নদী
(C) কাবেরী নদী
(D) তাম্রপানি নদী
86. কাবেরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
(A) কর্ণাটক ও তেলেঙ্গানা
(B) কর্ণাটক ও তামিলনাডু
(C) উড়িষ্যা ও ঝাড়খণ্ড
(D) উড়িষ্যা ও বিহার
87. তামিলনাডুর সবচেয়ে বড়ো নদী কোনটি?
(A) কৃষ্ণা নদী
(B) নর্মদা নদী
(C) ঝিলম নদী
(D) কাবেরী নদী
88. “শিব সুমদ্রম”- জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে?
(A) কাবেরী নদীর উপর
(B) পেন্নার নদীর উপর
(C) মহানদীর উপর
(D) বিয়াস নদীর উপর
89. “হেগেনা কালি” – জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
(A) মহারাষ্ট্রে
(B) তামিলনাডু রাজ্যে
(C) কর্ণাটকে
(D) ছত্রিশগড়ে
90. ” কৃষ্ণরাজ সাগর বাঁধ”- কোন রাজ্যে অবস্থিত?
(A) উত্তর প্রদেশ
(B) কর্ণাটকে
(C) তামিলনাডুতে
(D) কলকাতাতে
(A) মহানদীর উপর
(B) গোদাবরী নদীর উপর
(C) কৃষ্ণা নদীর উপর
(D) কাবেরী নদীর উপর
82. জল প্রবাহ ও উপত্যকা অনুযায়ী চতুর্থ বৃহত্তম নদী নিন্মের কোনটি?
(A) ব্রাম্মনী নদী
(B) বৈতরণী নদী
(C) ব্রহ্মপুত্র নদী
(D) কৃষ্ণা নদী
83. কৃষ্ণা নদী কয়টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
(A) 3 টি
(B) 4 টি
(C) 5 টি
(D) 2 টি
84. আরউইন ব্রিজ কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে?
(A) মহানদী উপর
(B) কাবেরী নদীর উপর
(C) দামোদরের উপর
(D) কৃষ্ণা নদীর উপর
85. গোদাবরী ও কৃষ্ণার পর দক্ষিণ ভারতের সবচেয়ে বড়ো নদী নিন্মের কোনটি?
(A) বৈগাই নদী
(B) পেন্নার নদী
(C) কাবেরী নদী
(D) তাম্রপানি নদী
86. কাবেরী নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
(A) কর্ণাটক ও তেলেঙ্গানা
(B) কর্ণাটক ও তামিলনাডু
(C) উড়িষ্যা ও ঝাড়খণ্ড
(D) উড়িষ্যা ও বিহার
87. তামিলনাডুর সবচেয়ে বড়ো নদী কোনটি?
(A) কৃষ্ণা নদী
(B) নর্মদা নদী
(C) ঝিলম নদী
(D) কাবেরী নদী
88. “শিব সুমদ্রম”- জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে?
(A) কাবেরী নদীর উপর
(B) পেন্নার নদীর উপর
(C) মহানদীর উপর
(D) বিয়াস নদীর উপর
89. “হেগেনা কালি” – জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
(A) মহারাষ্ট্রে
(B) তামিলনাডু রাজ্যে
(C) কর্ণাটকে
(D) ছত্রিশগড়ে
90. ” কৃষ্ণরাজ সাগর বাঁধ”- কোন রাজ্যে অবস্থিত?
(A) উত্তর প্রদেশ
(B) কর্ণাটকে
(C) তামিলনাডুতে
(D) কলকাতাতে