Important GK Questions on Indian Rivers in Bengali

71. দক্ষিণ ভারতের নদী গুলিকে কয়ভাগে ভাগ করা যায়?
(A) 2 ভাগে
(B) 3 ভাগে
(C) 4 ভাগে
(D) উপরের কোনোটিই নয়
Ans- (A) 2 ভাগে (বঙ্গোপসাগরে পড়া নদী ও আরব সাগরে পড়া নদী)।

72. নীচের কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে?
(A) মাহী
(B) নর্মদা
(C) বৈগাই
(D) গঙ্গাভেলি
(C) বৈগাই
Ans- ( বঙ্গোপসাগরে পড়া নদী গুলি হলো- দামোদর, সুবর্ণরেখা, বৈতরণী,ব্রাম্মনী, মহানদী,গোদাবরী, কৃষ্ণা, পেন্নার, কাবেরী, বৈগাই তাম্রপানি)। দক্ষিণ ভারতের Major নদীগুলি বঙ্গোপসাগরে পড়েছে এর প্রধান কারণ হল “দক্ষিণ ভারতের নদী গুলি দাক্ষিণাত্য মালভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে”,এবং দক্ষিণ ভারতের মালভূমি গুলি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু তার জন্য আমরা দেখতে পাই যে Major সব River গুলো অর্থাৎ বড়ো বড়ো নদী গুলো সব পার্বত্য এলাকা থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং সব নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে)।

73. নীচের কোন নদীটি আরব সাগরে পড়েছে?
(A) সুবর্ণরেখা
(B) মাধভী
(C) মহানদী
(D) শুধুমাত্র A সঠিক
(B) মাধভী
Ans- (আরব সাগরে পড়া নদীগুলো হলো- সবরমতী, মাহী, নর্মদা, তাপ্তি,মাধভী, জওজারি,সরাওতি, গঙ্গাভেলি, পেরিয়ার এবং ভরতপূজা)।তবে এখানে একটা কথা মনে রাখবে লুনী নদী দক্ষিণ ভারতের নদী কিন্তু সাগরেই(বঙ্গোপসাগর ও আরব সাগর) পড়েনি। তাই এটি সমগ্র ভারতের একমাত্র “অন্ত বাহিনী ‘নদী। এই নদী (আরব সাগরে পড়া) নদীগুলোর মধ্যে কিছু কিছু নদী আছে যে গুলি পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, আবার কিছু নদী আছে যে গুলি পশ্চিম ঘাট পর্বত থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে পড়েছে)।

74. নীচের কোনটি দক্ষিণ ভারতের নদীর বৈশিষ্ট্য?
(A) দক্ষিণ ভারতের নদীগুলি অত্যন্ত প্রাচীন।
(B) দক্ষিণ ভারতের নদীগুলি তেমন নিন্ম ক্ষয় করে না।
(C) এই নদী ( দক্ষিণ ভারতের) গুলি ছোটো এবং এদের মোহনায় ব-দ্বীপ দেখা যায় না
(D) উপরের সবগুলিই
Ans- (D) উপরের সবগুলিই ( এই বৈশিষ্ট্য গুলি থাকার কারণেই উত্তর ভারতের নদীগুলির থেকে দক্ষিণ ভারতের নদীগুলিকে আলাদা করে)।

75. দক্ষিণ ভারতের দীর্ঘতম(লম্বা) নদী কোনটি?
(A) কৃষ্ণা
(B) কাবেরী
(C) গোদাবরী
(D) শুধুমাত্র B
Ans- (C) গোদাবরী ( গোদাবরী হল ” একটি পশ্চিম বাহিনী নদী”। ভারতের বৃহত্তম নদী অববাহিকা গুলির মধ্যে অন্যতম হলো গোদাবরী নদী। এই নদীর উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের নাসিক জেলার”ত্র‍্যম্বকে”। মহানদীর পতন স্থল বা পতিত হয়েছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার ” রাজমুন্দ্রির’ কাছে Bay of Bengal(বঙ্গোপসাগর) এ পড়েছে পড়েছে)।আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নদী “দাক্ষিণাত্য মালভুমির” উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য 1,465 কিলোমিটার(910 মাইল)।
(এখানে তোমার একটা কথা মনে রাখবে দক্ষিণ ভারতের নদীগুলি চিরন্তন রূপে প্রবাহিত হয় না(একমাত্র কাবেরী বাদে)। এর কারণ হল এই নদীগুলি Majorly মৌসুমী বায়ুতে যে বৃষ্টিপাত হয় সেই মৌসুমী বায়ুর বৃষ্টিপাতের দ্বারা এই নদীগুলির সৃষ্টি হয়েছে। যেহেতু মৌসুমী বায়ুর বৃষ্টিপাতের ফলে দক্ষিণ ভারতের নদীগুলির সৃষ্টি সেহেতু এই নদীগুলিতে চীর কাল জল থাকে না, যা উত্তর ভারতের নদীগুলির থেকে দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে ব্যাপক হারে পার্থক্য করে দেয়)।

76. মহানদী কয়টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
(A) 2 টি
(B) 3 টি
(C) 4 টি
(D) 5 টি
Ans- (A) 2 টি ( ছত্রিশগড় ও উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে)। এই নদীটির বেশির ভাগ অংশ রয়েছে ছত্রিশগড়ে। এই নদীটি উৎপন্ন হয়েছে ছত্রিশগড়ের রাজধানী রায়পুর থেকে)।

77. মহানদীর কোন মোহনার কাছে ” False Point” – পড়ে?
(A) কেন্দ্রপাড়া জেলায়
(B) রাজিমপুরে মোহনার কাছে
(C) রায়পুরে মোহনার কাছে
(D) সোনপুরের মোহনার কাছে
Ans- (A) কেন্দ্রপাড়া জেলায়( উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলার ডেল্টাতে False Point লক্ষ্য করা যায়)।

78. রাজিমপুর শহর কোন নদীর পাড়ে অবস্থিত?
(A) বৈতরণী তীরে/পাড়ে
(B) ব্রাম্মনী তীরে/পাড়ে
(C) মহানদীর তীরে/পাড়ে
(D) নর্মদা নদীর তীরে/পাড়ে
Ans- (C) মহানদীর তীরে
( মহানদীর তীরে অবস্থিত শহর গুলি হলো- রাজিমপুর, সম্বলপুর, কটক, সোনপুর, বাঙ্কিপুর প্রভৃতি)।

79. হিরাকুদ বাঁধ কোন নদীর উপর বানানো হয়েছে?
(A) মহানদীর উপর
(B) নর্মদা নদীর উপর
(C) গোদাবরী নদীর উপর
(D) কাবেরী নদীর উপর
Ans- (A) মহানদীর উপর ( এই বাঁধটি অবস্থিত উড়িষ্যার সম্বলপুর থেকে 15 কিলোমিটার দূরে। হিরাকুদ বাঁধের জলধারার দৈর্ঘ্য 55 কিলোমিটার(34 মাইল)। স্বাধীনতার পর(1948 সালে) শুরু হওয়া প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প গুলির মধ্যে হিরাকুদ বাঁধ অন্যতম তা বলার অপেক্ষা রাখেনা। এই বাঁধটিকে ” Longest Major Earthen Dam in India” বলা হয়)।
80. মহানদীর উপর কয়টি খাল বিরাজমান ?
(A) 2 টি
(B) 3 টি
(C) 4 টি
(D) 6 টি
Ans- (B) 3 টি (এই তিনটি খাল হলো-বারগড় খাল, সম্বলপুর খাল এবং সেসন খাল)। “পূর্ব-মধ্য ভারতের” অন্যতম প্রধান নদী হলো মহানদী।এই নদী অববাহিকার আয়তন প্রায় 140,000 বর্গকিলোমিটার এবং দৈর্ঘ্য 855 কিলোমিটার(550 মাইল)। মহানদীর উচ্চতা 877 মিটার(2,877 ফিট)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.