Important GK Questions on Indian Rivers in Bengali
71. দক্ষিণ ভারতের নদী গুলিকে কয়ভাগে ভাগ করা যায়?
(A) 2 ভাগে
(B) 3 ভাগে
(C) 4 ভাগে
(D) উপরের কোনোটিই নয়
72. নীচের কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে?
(A) মাহী
(B) নর্মদা
(C) বৈগাই
(D) গঙ্গাভেলি
(C) বৈগাই
73. নীচের কোন নদীটি আরব সাগরে পড়েছে?
(A) সুবর্ণরেখা
(B) মাধভী
(C) মহানদী
(D) শুধুমাত্র A সঠিক
(B) মাধভী
74. নীচের কোনটি দক্ষিণ ভারতের নদীর বৈশিষ্ট্য?
(A) দক্ষিণ ভারতের নদীগুলি অত্যন্ত প্রাচীন।
(B) দক্ষিণ ভারতের নদীগুলি তেমন নিন্ম ক্ষয় করে না।
(C) এই নদী ( দক্ষিণ ভারতের) গুলি ছোটো এবং এদের মোহনায় ব-দ্বীপ দেখা যায় না
(D) উপরের সবগুলিই
75. দক্ষিণ ভারতের দীর্ঘতম(লম্বা) নদী কোনটি?
(A) কৃষ্ণা
(B) কাবেরী
(C) গোদাবরী
(D) শুধুমাত্র B
76. মহানদী কয়টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
(A) 2 টি
(B) 3 টি
(C) 4 টি
(D) 5 টি
77. মহানদীর কোন মোহনার কাছে ” False Point” – পড়ে?
(A) কেন্দ্রপাড়া জেলায়
(B) রাজিমপুরে মোহনার কাছে
(C) রায়পুরে মোহনার কাছে
(D) সোনপুরের মোহনার কাছে
78. রাজিমপুর শহর কোন নদীর পাড়ে অবস্থিত?
(A) বৈতরণী তীরে/পাড়ে
(B) ব্রাম্মনী তীরে/পাড়ে
(C) মহানদীর তীরে/পাড়ে
(D) নর্মদা নদীর তীরে/পাড়ে
79. হিরাকুদ বাঁধ কোন নদীর উপর বানানো হয়েছে?
(A) মহানদীর উপর
(B) নর্মদা নদীর উপর
(C) গোদাবরী নদীর উপর
(D) কাবেরী নদীর উপর
(A) 2 ভাগে
(B) 3 ভাগে
(C) 4 ভাগে
(D) উপরের কোনোটিই নয়
72. নীচের কোন নদীটি বঙ্গোপসাগরে পড়েছে?
(A) মাহী
(B) নর্মদা
(C) বৈগাই
(D) গঙ্গাভেলি
(C) বৈগাই
73. নীচের কোন নদীটি আরব সাগরে পড়েছে?
(A) সুবর্ণরেখা
(B) মাধভী
(C) মহানদী
(D) শুধুমাত্র A সঠিক
(B) মাধভী
74. নীচের কোনটি দক্ষিণ ভারতের নদীর বৈশিষ্ট্য?
(A) দক্ষিণ ভারতের নদীগুলি অত্যন্ত প্রাচীন।
(B) দক্ষিণ ভারতের নদীগুলি তেমন নিন্ম ক্ষয় করে না।
(C) এই নদী ( দক্ষিণ ভারতের) গুলি ছোটো এবং এদের মোহনায় ব-দ্বীপ দেখা যায় না
(D) উপরের সবগুলিই
75. দক্ষিণ ভারতের দীর্ঘতম(লম্বা) নদী কোনটি?
(A) কৃষ্ণা
(B) কাবেরী
(C) গোদাবরী
(D) শুধুমাত্র B
76. মহানদী কয়টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
(A) 2 টি
(B) 3 টি
(C) 4 টি
(D) 5 টি
77. মহানদীর কোন মোহনার কাছে ” False Point” – পড়ে?
(A) কেন্দ্রপাড়া জেলায়
(B) রাজিমপুরে মোহনার কাছে
(C) রায়পুরে মোহনার কাছে
(D) সোনপুরের মোহনার কাছে
78. রাজিমপুর শহর কোন নদীর পাড়ে অবস্থিত?
(A) বৈতরণী তীরে/পাড়ে
(B) ব্রাম্মনী তীরে/পাড়ে
(C) মহানদীর তীরে/পাড়ে
(D) নর্মদা নদীর তীরে/পাড়ে
79. হিরাকুদ বাঁধ কোন নদীর উপর বানানো হয়েছে?
(A) মহানদীর উপর
(B) নর্মদা নদীর উপর
(C) গোদাবরী নদীর উপর
(D) কাবেরী নদীর উপর