Important GK Questions on Indian Rivers in Bengali

61. হাজিপুর শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে?
(A)চেনাব
(B) যমুনা
(C)চম্বল
(D) গঙ্গা
Ans- (D) গঙ্গা ( হাজিপুর শহরটি বিহারে অবস্থিত)।

62. মুঙ্গের শহরটি কোন নদীর পাড়ে অবস্থিত?
(A) ঝিলম
(B) গঙ্গা
(C) বিতস্তা
(D) বিয়াস
Ans- (B) গঙ্গা ( মঙ্গের শহরটি বিহারে অবস্থিত)।

63. এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) যমুনা
(C) সরস্বতী
(D) শতদ্রু
Ans- (A) গঙ্গা (এলাহাবাদ শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত। এলাহবাদেই যমুনা নদী  গঙ্গা নদীর সাথে “ত্রিবেণী সঙ্গমে” মিলিত হয়েছে, যেখানে প্রতি 12 বছর পর পর “কুম্ভুমেলা” হয়) । তাই এলাহাবাদকে গঙ্গা ও যমুনার মিলনস্থলে গড়ে উঠেছেও বলা হয়।

64. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
(A) হুগলি
(B) দামোদর
(C) চন্দ্রভাগা
(D) ঝিলম
Ans- (A) হুগলি (কলকাতা শহরটি হুগলীনদীর তীরে গড়ে উঠেছে যদিও এটাকে গঙ্গা নদী ধরা হয়। এই শহরটি পশ্চিমবঙ্গের রাজধানী।এই শহরটি প্রতিষ্ঠিত হয় 24 আগস্ট 1690 সালে, তৈরি করেন জর্ব চার্নক 7 টি গ্রাম নিয়ে)।

65. নেপালের দীর্ঘতম নদীর নাম কি?
(A) গঙ্গা
(B) শোন
(C) গন্ডক
(D) ঘাঘরা/ঘর্ঘরা
Ans- (D) ঘাঘরা/ঘর্ঘরা ( এটি গঙ্গার বৃহত্তম উপনদী ভারত ও ভারতের বাইরে। যদিও গঙ্গার ভারতের মধ্যে বৃহত্তম উপনদী হলো যমুনা। এটি গঙ্গার ডান তীরের উপনদী এর দৈর্ঘ্য 1,376 কিলোমিটার(855 মাইল) ঘাঘরা হলো গঙ্গার বাম তীরের উপনদী এর দৈর্ঘ্য 1,080 কিলোমিটার। ঘাঘরা উপনদীর সৃষ্টি হয়েছে তিব্বতের ম্যাপচুং বা ম্যাপচুঙ্গো হিমবাহ থেকে)।

66. সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে?
(A) তিব্বতের মানস সরোবরের কাছে
(B) গঙ্গোত্রী হিমবাহ থেকে
(C) হরিদ্বার থেকে
(D) ম্যাপচুং হিমবাহ থেকে
Ans- (A) তিব্বতের মানস সরোবরের কাছে(সিঙ্গে জেনবো বা সিন-কা-বাব থেকে)।তিব্বতে এই নদীর নাম সিঙ্গে জেনবো অর্থাৎ সিংহের মুখ নামে পরিচিত)।

67. চম্বল উপনদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
(A) মালওয়া মালভুমি থেকে
(B) পশ্চিম ঘাট পর্বতমালা থেকে
(C) সিন-কা-বাব থেকে
(D) দুধাতালি পর্বতমালা থেকে
Ans- (A) মালওয়া মালভুমি থেকে( মধ্যপ্রদেশের মালওয়া মালভুমির বিন্ধ্যাঞ্চল পর্বতমালার জনপধ পাহাড় থেকে। যমুনার এটি মেজর নদী। এর দৈর্ঘ্য 1,050 কিলোমিটার। যমুনার বৃহত্তম উপনদী টোন)।

68. সিন্ধুর বাম তীরের উপনদী কোনটি
(A) জাসকর, শোন, ঝিলম
(B) চেনাব, রাভি(ইরাবতী), বিয়াস(বিপাশা)
(C) শতদ্রু, ঘাঘরা(ঘর্ঘরা), হরকা, চেনাব(চন্দ্রভাগা)
(D) উপরের সবকটিই
Ans- (D) উপরের সবকটিই(অর্থাৎ সিন্ধুর বাম তীরের উপনদী গুলি হলো জাস্কর, শোন, ঝিলম, চেনাব(চন্দ্রভাগা), রাভি(ইরাবতী), বিয়াস(বিপাশা), শতদ্রু, ঘাঘরা(ঘর্ঘরা) এবং হরকা)।

69. সিন্ধুর ডান তীরের নদী কোনটি?
(A) সায়োক, গিলগিট, সোয়াত
(B) কাবুল, খুরাম, হুঞ্জা
(C) শিগার
(D) উপরের সবগুলিই
Ans- (D) উপরের সবগুলিই( অর্থাৎ সিন্ধুর ডান তীরের উপনদী গুলি হলো- সায়োক, গিলগিট, সোয়াত,কাবুল, খুরাম, হুঞ্জা এবং শিগার)।

70. সিন্ধুর সব থেকে বড় উপনদী কোনটি
(A) কবুল
(B) ইরাবতী/রাভি
(C) শতদ্রু
(D) বিয়াস (ইংরেজিতে বিয়াস বাংলায় বিপাশা)
Ans- (C) শতদ্রু (এটি সিন্ধুর বাম তীরের ও পূর্ব প্রান্তের উপনদী। তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে জাস্কর ও লাদেখের মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করে আরব সাগরে পড়েছে। এর উচ্চতা 4,575 মিটার(15,010 ফিট)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.