Important GK Questions on Indian Rivers in Bengali
21. হিন্দন কোন নদীর উপনদী?
(A) গঙ্গার
(B) নর্মদার
(C) যমুনা
(D) ঝিলম
22. সিন্ধুর কোন উপনদীটি চন্দ্র ও ভাগা এই দুটি নদীর মিলিত স্রোত কি নামে পরিচিত?
(A) নোলকন্ডা
(B) চেনাব
(C) ত্রিবেণী
(D) সংগম
23. পাকিস্তানের কোন শহরের কাছে সিন্ধু আরব সাগরে পড়েছে?
(A) লাহোর
(B) বালাকটে
(C) করাচি
(D) রাউলপিন্ডি
24. কোন নদীকে কাশ্মীরের “ভেত” বলে বলে ডাকা হয়?
(A) বিতস্তা
(B) চেনাব
(C) গণ্ডকী
(D) ঝিলম
25. সিন্ধুর অন্যতম উপনদী যা কাশ্মীরে ভেরিনাগ থেকে উৎপন্ন হয়েছে?
(A) ঝিলম
(B) চেনাব
(C) কালি নদী
(D) নন্দাকিনী
26. সিন্ধুর কোন উপনদীর প্রবাহপথে উলার হ্রদ পরে?
(A) চন্দ্রভাগা
(B) ঝিলম
(C) চেনাব
27. চন্দ্রভাগা কোথায় একে অপরের সাথে মিলিত হয়েছে?
(A) অরুণাচল প্রদেশে
(B) হিমাচল প্রদেশে
(C) মণিপুরে
(D) অসমে
28. সিন্ধুর কোন নদী পিরপাঞ্জাল পর্বত শ্রেণীর সাথে সমান্তরালে বয়ে গেছে?
(A) বিতস্তা
(B) ঝিলম
(C) বিপাশা
(D) চেনাব
29. সিন্ধুর কোন নদী হিমাচল প্রদেশের কুলু উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে?
(A) চন্দ্রভাগা
(B) ঝিলম
(C) রাভি
(D) মহানন্দা
30. সিন্ধুর কোন নদীটি উপত্যকা তৈরি বা সৃষ্টি করেছে?
(A) চেনাব
(B) বিপাশা
(C) বিতস্তা
(D) অলকানন্দা
(A) গঙ্গার
(B) নর্মদার
(C) যমুনা
(D) ঝিলম
22. সিন্ধুর কোন উপনদীটি চন্দ্র ও ভাগা এই দুটি নদীর মিলিত স্রোত কি নামে পরিচিত?
(A) নোলকন্ডা
(B) চেনাব
(C) ত্রিবেণী
(D) সংগম
23. পাকিস্তানের কোন শহরের কাছে সিন্ধু আরব সাগরে পড়েছে?
(A) লাহোর
(B) বালাকটে
(C) করাচি
(D) রাউলপিন্ডি
24. কোন নদীকে কাশ্মীরের “ভেত” বলে বলে ডাকা হয়?
(A) বিতস্তা
(B) চেনাব
(C) গণ্ডকী
(D) ঝিলম
25. সিন্ধুর অন্যতম উপনদী যা কাশ্মীরে ভেরিনাগ থেকে উৎপন্ন হয়েছে?
(A) ঝিলম
(B) চেনাব
(C) কালি নদী
(D) নন্দাকিনী
26. সিন্ধুর কোন উপনদীর প্রবাহপথে উলার হ্রদ পরে?
(A) চন্দ্রভাগা
(B) ঝিলম
(C) চেনাব
27. চন্দ্রভাগা কোথায় একে অপরের সাথে মিলিত হয়েছে?
(A) অরুণাচল প্রদেশে
(B) হিমাচল প্রদেশে
(C) মণিপুরে
(D) অসমে
28. সিন্ধুর কোন নদী পিরপাঞ্জাল পর্বত শ্রেণীর সাথে সমান্তরালে বয়ে গেছে?
(A) বিতস্তা
(B) ঝিলম
(C) বিপাশা
(D) চেনাব
29. সিন্ধুর কোন নদী হিমাচল প্রদেশের কুলু উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে?
(A) চন্দ্রভাগা
(B) ঝিলম
(C) রাভি
(D) মহানন্দা
30. সিন্ধুর কোন নদীটি উপত্যকা তৈরি বা সৃষ্টি করেছে?
(A) চেনাব
(B) বিপাশা
(C) বিতস্তা
(D) অলকানন্দা
- Current Affairs of the Day: 14 September 2019
- Current Affairs of the Day: 15 September 2019