11. গঙ্গার সবথেকে বড় উপনদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
(A) সিন-কা-বাব হিমবাহ থেকে
(B) তুষার হিমবাহ থেকে
(C) কুমায়ুন হিমবাহ থেকে
(D) মাপাচাচুঙ্গ হিমবাহ থেকে
Ans- (D) মাপাচাচুঙ্গ হিমবাহ থেকে( তিব্বতের মাপাচাচুঙ্গ বা ম্যাপচুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে) ঘাঘরা হল গঙ্গার সবচেয়ে উপনদী)।
12. মহালধীরাম পর্বত শৃঙ্গ থেকে গঙ্গার কোন উপনদী উৎপত্তি হয়েছে?
(A) অলকানন্দ
(B) মহানন্দা
(C) নন্দাকিনী
(D) চিনাব
Ans- (B) মহানন্দা( এটি বাংলাদেশে-ভারতের একটি “আন্ত:সীমান্ত” নদী। এই নদীটির দৈর্ঘ্য 360 কিলোমিটার(224 মাইল)। এর উৎপত্তিস্থল হিমালয় পর্বতের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অংশে। দার্জিলিং জেলা থেকে পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে। এর পর আবার পশ্চিমবঙ্গের ” মালদা” জেলায় প্রবেশ করে ও পরে বাংলাদেশের “চাঁপাই নবাবগঞ্জ ” জেলা শহরে প্রবেশ করে” পদ্মা নদীর” সাথে মিলিত হয়। বৃষ্টির জল এই নদী প্রবাহের প্রধান উৎস। ফলে গরমকালে ও শীত কালে এই নদীর জল কমে যায় আবার বর্ষার মৌসুমে দু-কুল ছাপিয়ে যায়। বাংলাদেশের মধ্যে এই নদীর দৈর্ঘ্য 36 কিলোমিটার)
13. গঙ্গার কোন উপনদীর তীরে কুম্ভু মেলা অনুষ্ঠিত হয় ?
(A) শতদ্রু
(B) ঘাঘরা
(C) বিতস্তা
Ans- (D) যমুনা(উত্তরপ্রদেশের এলাহাবাদে গঙ্গা ও যমুনা নদীর সঙ্গম স্থলে (ত্রিবেণী সঙ্গমে) এই মেলা অনুষ্ঠিত হয় আর এখানেই অর্থাৎ এলাহাবাদে গঙ্গা ও যমুনা মিলিত হয়েছে। যমুনা নদীর দৈর্ঘ্য1375/1376কিমি। এটি গঙ্গার ভারতের বৃহত্তম উপনদী। এবং যমুনার সবথেকে বড় উপনদীর নাম হল টোন)।
14. গঙ্গার কোন উপনদী বিহারের হাজিপুরের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে?
(A) গন্ডোক
(B) শোন
(C) কোশী
(D) রামগঙ্গা
Ans- (A) গন্ডোক/ গন্ডক/গণ্ডকী (এটি নেপালের প্রধান নদী। এটি নেপালে “নারায়ণী নামে” পরিচিত। এর দৈর্ঘ্য 630 কিলোমিটার(391মাইল)
15. ভারতে গঙ্গার বৃহত্তম উপনদীর নাম কি?
(A) গোমতি
(B) রামগঙ্গা
(C) যমুনা
(D) কোশী
Ans- (C) যমুনা ( এটি উৎপন্ন হয়েছে “মধ্য হিমালয়ের” বান্দাচুর পর্বত শৃঙ্গের দক্ষিণ-পশ্চিম পাদদেশে অবস্থিত “যমুনেত্রী” হিমবাহের 6,387 মিটার উচ্চতায়। এই নদীর দৈর্ঘ্য 1,376 কিলোমিটার(855 মাইল)।এই নদীর ” জলনির্গম প্রণালীর” আয়তন 366,223 বর্গকিলোমিটার যা সমগ্র “গাঙ্গেয় অববাহিকার” 40.2%.। এই নদী এলাহাবাদের ” ত্রিবেণী সঙ্গমে” গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। এই ত্রিবেণী সঙ্গমে প্রত্যেক বারো বছর পর কুম্ভ মেলা হয়)।