Important GK Questions on Indian Rivers in Bengali

101. সম্বর হ্রদ কোন নদীর গতিপথে পড়ে?
(A) মাহী নদীর গতিপথে
(B) লুনী নদীর গতিপথে
(C) নর্মদা নদীর গতিপথে
(D) গোদাবরী নদীর গতিপথে
Ans- (B) লুনী নদীর গতিপথে পড়ে (এটি ভারতের একমাত্র অন্তবাহিনী নদী।এর দৈর্ঘ্য 549 কিলোমিটার। এই নদীটি কোনো সাগরেই পড়েনি)।
স্থলভাগ বেষ্টিত ভারতের বৃহত্তম হ্রদ। সমগ্র ভারতবর্ষের 9% লবন এই হ্রদ থেকে উৎপন্ন হয়(প্রায় 196000 টন লবন প্রতি বছর উৎপন্ন হয়)।এই হ্রদটি রামসার তালিকাভুক্ত একটি হ্রদ। সুমদ্র তল থেকে প্রায় 360 মিটার উচ্চতায় অবস্থিত এই হ্রদ। এই হ্রদটি অবস্থিত রাজস্থানের জয়পুরের পশ্চিম দিকে।

102. গুজরাটের রাজধানী গাঁধীনগর কোন নদীর তীরে অবস্থিত?
(A) লুনী নদীর তীরে
(B) নর্মদা নদীর তীরে
(C) সবরমতী নদীর তীরে
(D) বৈগাই নদীর তীরে
Ans- (C) সবরমতী নদীর তীরে
( গাঁধীনগর ছাড়াও গুজরাটের বৃহত্তম শহর আহমেদাবাদ এই সবরমতী নদীর তীরে গড়ে উঠেছে।রাজস্থানের উদয়পুরের মেওয়ার জেলা থেকে উৎপন্ন হয়ে খাম্বাত উপসাগরের উপদ্বীপের সাথে মিলিত হয়েছে।দক্ষিণ ভারতের এই নদীটি আরব সাগরে পড়া নদী)। সবরমতী নদীর উচ্চতা : 782 মিটার (2,566 ফিট)। দৈর্ঘ্য : 371 কিলোমিটার(231 মাইল)। * রাজস্থানে 48 কিলোমিটার এবং গুজরাটে 323 কিলোমিটার। এই দুটি রাজ্যের মধ্য দিয়েই সবরমতী নদী প্রবাহিত হয়েছে)।

103. কর্কটক্রান্তি রেখাকে দুবার কেটেছে দক্ষিণ ভারতের কোন নদীটি?
(A) মাহী নদী
(B) সবরমতী নদী
(C) নর্মদা নদী
(D) তাপ্তি নদী
Ans- (A) মাহী নদী
( মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়েছে। প্রবাহিত হয়েছে- রাজস্থান, মধ্যপ্রদেশ এবং গুজরাট এই তিনটি রাজ্যের মধ্য দিয়ে)।
** দক্ষিণ ভারতের এই নদীটি কর্কটক্রান্তি রেখাকে একবার উঠার সময় কেটেছে ও একবার নামার সময় কেটেছে)। এটি পশ্চিম বাহিনী নদী)।

104. “Marble Fall” বা ধোঁয়াধর জলপ্রপাত”- কোন নদীতে তৈরি হয়েছে?
(A) তাপ্তি নদীতে
(B) মাহী নদীতে
(C) ব্রম্মপুত্র নদীতে
(D) নর্মদা নদীতে
Ans- (D) নর্মদা নদীতে
(এটি মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত। দক্ষিণ ভারতের এই নদীটি আরব সাগরে পড়া সবচেয়ে বড়ো বা লম্বা নদী এবং “ভারতীয় উপমহাদেশের পঞ্চম বৃহত্তম” নদী। ব্রিটিশরা এই নদীকে “নেরবুড্ডা” বলে ডাকতো। ” পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান”- গ্রন্থে এই নদীকে “নম্মদাস” বলে উল্লেখ করা হয়েছে) মহীকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে খাম্বাত উপসাগরে(ভারতের কাছে) পড়েছে। এই নদীর দৈর্ঘ্য : 1,312 কিলোমিটার(815 মাইল) **মধ্যপ্রদেশ(1,077 কিমি), মহারাষ্ট্র(74 কিলোমিটার), এবং গুজরাট(161 কিলোমিটার) এই তিনটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে)। * এই নদীটি পশ্চিম বাহী নদী

105. সুরাট কোন নদীর তীরে গড়ে উঠেছে?
(A) তাপ্তি নদীর তীরে
(B) নর্মদা নদীর তীরে
(C) বৈগাই নদীর তীরে
(D) মাহী নদীর তীরে
Ans- (A) তাপ্তি নদীর তীরে
( দক্ষিণ ভারতের এই নদীটি মধ্যপ্রদেশের মহাদেব পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাতপুরার দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে সুরাটের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে। এই নদীটি আরব সাগরে পড়া দ্বিতীয় দীর্ঘতম নদী (প্রথম নর্মদা)।
তাপ্তি নদীর দৈর্ঘ্য : 724 কিলোমিটার। এই নদীটি পশ্চিম বাহিনী নদী)

106. আরব সাগরে পড়া দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি ?
(A) নর্মদা
(B) তাপ্তি
(C) ঝিলম
(D) ব্রাম্মনী
Ans- (B) তাপ্তি (প্রথম হলো নর্মদা)
দৈর্ঘ্য : 724 কিলোমিটার)।

107. উকাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর পাড়ে অবস্থিত?
(A) গঙ্গা নদীর পাড়ে
(B) যমুনা নদীর পাড়ে
(C) সরস্বতী নদীর পাড়ে
(D) তাপ্তি নদীর পাড়ে
Ans- (D) তাপ্তি নদীর পাড়ে
( এটি অবস্থিত গুজরাটে। উকাই জলবিদ্যুৎ ছাড়াও এই নদীর পাড়ে কাঁকড়াপাড়া জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে, এটিও গুজরাটে অবস্থিত)। * মোট তিনটি পশ্চিম বাহিনী নদী তার মধ্যে অন্যতম হল এই তাপ্তি নদী অন্য দুটি হলো নর্মদা ও মাহী)।

108. ভারতের উচ্চতম জলপ্রপাত “যোগ”- কোন নদীর তীরে অবস্থিত?
(A) সবরমতী নদীর তীরে
(B) নর্মদা নদীর তীরে
(C) মাহী নদীর তীরে
(D) বৈগাই নদীর তীরে
Ans- (A) সবরমতী নদীর তীরে
(যোগ জলপ্রপাতটি কর্ণাটকে অবস্থিত। এর উচ্চতা 271 মিটার(829 ফিট)। এর ওপর নাম “গেরেসোপ্পা” বা “গেরসাপ্পা”। এই জলপ্রপাতটিকে আবার “মহাত্মা গান্ধী” জলপ্রপাতও বলা হয়। ভারতের দীর্ঘতম জলপ্রপাত বা উঁচুতে অবস্থিত জলপ্রপাত হলো “কুঞ্চিকল জলপ্রপাত”। এই জলপ্রপাতটি Planch pool বা মন্থকূপ তৈরি করে)। এটিও সবরমতী নদীতে তৈরি হয়েছে। সবরমতী নদীর দৈর্ঘ্য : 371 কিলোমিটার(231 মাইল)। অর্থাৎ ভারতের উচ্চতম জলপ্রপাত যোগ জলপ্রপাত এবং ভারতের দীর্ঘতম জলপ্রপাত কুঞ্চিকল

109. কেরালার সবথেকে বড়ো বা লম্বা নদী কোনটি
(A) গঙ্গাভেলী
(B) ভরতপূজা
(C) মাদার
(D) শতরঞ্জী
Ans- (B) ভরতপূজা (এই নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে)।
110. নীচের কোন নদীটি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়েছে?
(A) শতরঞ্জী , মাদার
(B) মান্দভী , জওহরি
(C) সবরমতী, গঙ্গাভেলী
(D) উপরের সবগুলিই
Ans- (D) উপরের সবগুলিই
(i) শতরঞ্জী , মাদার (গুজরাটে অবস্থিত)
(ii) মান্দভী , জওহরি (গোয়াতে অবস্থিত)
** গোয়ার রাজধানী পানাজী মান্দভী নদীর তীরে অবস্থিত)।
(iii) সবরমতী, গঙ্গাভেলী(কর্ণাটকে অবস্থিত)
(iv) পেরিয়ার, ভরতপূজা, পাম্বা( কেরলে অবস্থিত)।
**কেরলের দীর্ঘতম নদী হল ভরতপূজা)।
** এই নদীগুলি সব পশ্চিম ঘাট পর্বত থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে পড়েছে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.