বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

31.”গোপালক মজুমদার”-ছদ্মনামটি কার?
(A) নারায়ণ সান্যালের
(B) উদয়কৃষ্ণ সেনের
(C) সন্তোষ মজুমদারের
(D) জানার্দ্দন মজুমদারের

Ans-(A) নারায়ণ সান্যালের
(নারায়ণ সান্যালের দুটি ছদ্মনামে লেখা লেখি করতেন যথা- “গোপালক মজুমদার” এবং “বিকর্ণ”)।

32.”নিন্মের কে “গুপ্ত কবি”-ছদ্মনামে পরিচিত?
(A) ঈশ্বর গুপ্ত
(B) রাধকান্ত দেব
(C) বলাই মুখোপাধ্যায়
(D) সজনীকান্ত দাস

Ans-(A) ঈশ্বর গুপ্ত
(ঈশ্বর গুপ্তের আর একটি ছদ্মনাম হলো “ভ্রমণকারী বন্ধু”)।

33.”মহাস্থবির”-ছদ্মনামটি কার?
(A) ইন্দ্রোনাথ বন্দ্যোপাধ্যায়ের
(B) কামিনী রায়ের
(C) প্রেমাঙ্কুর আতর্থীর
(D) সুধীন্দ্রনাথ দত্তের

Ans-(C) প্রেমাঙ্কুর আতর্থীর

34.”পঞ্চানন” কোন বিখ্যাত ব্যক্তির ছদ্মনাম?
(A) ইন্দ্রোনাথ বন্দ্যোপাধ্যায়ের
(B) কামিনী রায়ের
(C) দীনেশ বন্দ্যোপাধ্যায়ের
(D) সুধীন্দ্রনাথ দত্তের
(A) ইন্দ্রোনাথ বন্দ্যোপাধ্যায়ের

Ans-(B) কামিনী রায়ের

35.”ক্বচিৎ পৌঢ়”- কার ছদ্মনাম?
(A) মৃনাল বন্দ্যোপাধ্যায়ের
(B) কামিনী রায়ের
(C) দীনেশ বন্দ্যোপাধ্যায়ের
(D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের

Ans-(D) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের

36.”জনৈক বঙ্গমহিলা”-ছদ্মনামটি কোন বিখ্যাত লেখিকার?
(A) অপর্ণা সেনের
(B) আশাপর্ণা দেবীর
(C) কামিনী রায়ের
(D) আশালতা সেনগুপ্তের

Ans-(C) কামিনী রায়ের

37.”বিপ্রদাস মিত্র”-কার ছদ্মনাম?
(A) ইন্দ্রোনাথ বন্দ্যোপাধ্যায়ের
(B) বুদ্ধদেব বসুর
(C) দীনেশ বন্দ্যোপাধ্যায়ের
(D) সুধীন্দ্রনাথ দত্তে

Ans-(B) বুদ্ধদেব বসুর

38.”জোৎস্না রায়”- কোন বিখ্যাত ব্যক্তির ছদ্মনাম?
(A) গৌরিকিশোর ঘোষের
(B) বিহারিলাল সরকারের
(C) জয় গোস্বামীর
(D) জ্যোতিরিন্দ্র নন্দীর

Ans-(D) জ্যোতিরিন্দ্র নন্দীর

39.”শ্রীজ্ঞান দীপঙ্কর”- ছদ্মনামটি কার?
(A) গৌরিকিশোর ঘোষের
(B) গজেন্দ্রকুমার মিত্রের
(C) জয় গোস্বামীর
(D) জ্যোতিরিন্দ্র মিত্রের

Ans-(B) গজেন্দ্রকুমার মিত্রের

40.”চক্ষুস্মান”-ছদ্মনামটি কার?
(A) গৌরিকিশোর ঘোষের
(B) অমৃতলাল মিত্রের
(C) শামসুর রহমানের
(D) জ্যোতিরিন্দ্র মিত্রের

Ans-(C) শামসুর রহমানের

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.