বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

11.”নিন্মের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম?
(A) কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
(B) কস্যচিৎ উপযুক্ত সহচরস্য
(C) বিদ্যাসাগর
(D) A & B

Ans- (D) A & B
(অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম গুলি হলো- কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য এবং কস্যচিৎ উপযুক্ত সহচরস্য)।

12.”কমলা কান্ত”-কোন বিখ্যাত ব্যক্তির ছদ্মনাম?
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
(B) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
(C) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের
(D) কামিনী রায়ের

Ans- (A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
(বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “কমলা কান্ত”- ছাড়াও অন্যান্য ছদ্মনাম গুলি হলো- কমলাকান্ত চক্রবর্তী, হরিদাস বৈরাগী, শ্রী চ চ চ, শ্রীশ্রীকৃষ্ণ চট্টপাধ্যায়, ভীষ্মদেব খোশনবিশ, দর্পনারায়ন পতিতুন্ড এবং রামচন্দ্র)।

13.নিন্মের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?
(A) অনীলা দেবী
(B) শ্রীকান্ত শর্মা
(C) অনুপমা
(D) উপরের সবকটিই

Ans- (D) উপরের সবকটিই
(অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম গুলি হলো- অনীলা দেবী, শ্রীকান্ত শর্মা এবং অনুপমা)।

14.”ভানুসিংহ”- কোন বিখ্যাত ব্যক্তির ছদ্মনাম?
(A) রবীন্দ্রনাথ ঠাকুরের
(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
(C) আশাপর্ণা দেবীর
(D) অমল গুপ্তের

Ans- (A) রবীন্দ্রনাথ ঠাকুরের
(“ভানুসিংহ”-ছাড়াও অন্যান্য ছদ্মনাম গুলি হলো- দিকশূন্য ভট্টাচার্য, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, আন্নাকালী পাকড়াশী, অকপটচন্দ্র ভাস্কর, নবীন কিশোর শর্মণ এবং ষষ্ঠীচরণ দেবশর্মা)।

15.”গ্রন্থকীট”-কার ছদ্মনাম?
(A) তারাপদ রায়ের
(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
(C) আশাপর্ণা দেবীর
(D) অমল গুপ্তের

Ans- (A) তারাপদ রায়ের
(“গ্রন্থকীট”- ছাড়াও তারাপদ রায়ের আরেকটি ছদ্মনাম হলো “নক্ষত্র রায়”)।

16.”কালকূট”-ছদ্মনাম কোন বিখ্যাত ব্যক্তির?
(A) অনীল বসুর
(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
(C) সমরেশ বসুর
(D) নিখিল সেনের

Ans- (C) সমরেশ বসুর
(সমরেশ বসুর “কালকূট”-ছদ্মনাম ছাড়াও আরেকটি ছদ্মনাম হলো “ভ্রমর”)।

17.”লেখরাজ সামন্ত” ছদ্মনামে পরিচিত কোন কবি?
(A) তারাপদ রায়
(B) সুবোধ ঘোষ
(C) প্রেমেন্দ্র মিত্র
(D) আকাশ সেন

Ans- (C) প্রেমেন্দ্র মিত্র
(প্রেমেন্দ্র মিত্র আবার “কৃত্তিবাস ভদ্র”-নামেও পরিচিত ছিলেন।অর্থাৎ সুবোধ ঘোষের ছদ্মনাম দুটি হলো “লেখরাজ সামন্ত” ও “কৃত্তিবাস ভদ্র”)।

18.”ব্যাঙাচি”-ছদ্মনামে পরিচিত কোন বিখ্যাত কবি?
(A) মাইকেল মধুসূদন দত্ত
(B) দেবেন্দ্রনাথ ঠাকুর
(C) কাজী নজরুল ইসলাম
(D) প্রেমেন্দ্র মিত্র

Ans- (C) কাজী নজরুল ইসলাম
(কাজী নজরুল ইসলাম আবার “নুরু”, নুরুল ইসলাম” ছদ্মনামেও পরিচিত ছিলেন)।

19.”কালপুরুষ”- কার ছদ্মনাম?
(A) তারাপদ রায়
(B) সুবোধ ঘোষ
(C) প্রেমেন্দ্র মিত্র
(D) আকাশ মিত্র

Ans- (B) সুবোধ ঘোষ
(সুবোধ ঘোষ দুটি ছদ্মনামে লেখা লেখি করতেন।এই দুটি ছদ্মনাম হলো “কালপুরুষ” এবং “সুপান্থ”)।

20.নিন্মের কোনটি সুলীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম?
(A) নীললোহিত
(B) সনাতন পাঠক
(C) সুজন পাঠক
(D) উপরের সবকটিই

Ans- (D) উপরের সবকটিই
(সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম গুলি হল- নীললোহিত, নীল উপাধ্যায়, সনাতন পাঠক এবং সুজন পাঠক)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.