Ans- (A) তারাপদ রায়ের
(“গ্রন্থকীট”- ছাড়াও তারাপদ রায়ের আরেকটি ছদ্মনাম হলো “নক্ষত্র রায়”)।
16.”কালকূট”-ছদ্মনাম কোন বিখ্যাত ব্যক্তির?
(A) অনীল বসুর
(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
(C) সমরেশ বসুর
(D) নিখিল সেনের
Ans- (C) সমরেশ বসুর
(সমরেশ বসুর “কালকূট”-ছদ্মনাম ছাড়াও আরেকটি ছদ্মনাম হলো “ভ্রমর”)।
17.”লেখরাজ সামন্ত” ছদ্মনামে পরিচিত কোন কবি?
(A) তারাপদ রায়
(B) সুবোধ ঘোষ
(C) প্রেমেন্দ্র মিত্র
(D) আকাশ সেন
Ans- (C) প্রেমেন্দ্র মিত্র
(প্রেমেন্দ্র মিত্র আবার “কৃত্তিবাস ভদ্র”-নামেও পরিচিত ছিলেন।অর্থাৎ সুবোধ ঘোষের ছদ্মনাম দুটি হলো “লেখরাজ সামন্ত” ও “কৃত্তিবাস ভদ্র”)।
18.”ব্যাঙাচি”-ছদ্মনামে পরিচিত কোন বিখ্যাত কবি?
(A) মাইকেল মধুসূদন দত্ত
(B) দেবেন্দ্রনাথ ঠাকুর
(C) কাজী নজরুল ইসলাম
(D) প্রেমেন্দ্র মিত্র
Ans- (C) কাজী নজরুল ইসলাম
(কাজী নজরুল ইসলাম আবার “নুরু”, নুরুল ইসলাম” ছদ্মনামেও পরিচিত ছিলেন)।