বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

141.”মৌমাছি”-ছদ্মনামে পরিচিত কে?
(A) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(B) বিমল কুমার ঘোষ
(C) প্যারিচাঁদ মিত্র
(D) রাজশেখর বসু

Ans- (B) বিমল কুমার ঘোষ

142.”বনফুল”-ছদ্মনামে পরিচিত কোন ব্যক্তি?
(A) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(B) বিনয় মুখোপাধ্যায়
(C) প্যারিচাঁদ মিত্র
(D) রাজশেখর বসু

Ans- (A) বলাইচাঁদ মুখোপাধ্যায়

143.”টেকচাঁদ ঠাকুর” ছদ্মনামে পরিচিত ছিলেন কে?
(A) অমিতাভ চৌধুরী
(B) বিনয় মুখোপাধ্যায়
(C) প্যারিচাঁদ মিত্র
(D) রাজশেখর বসু

Ans- (C) প্যারিচাঁদ মিত্র

144.”ভ্রমর”-ছদ্মনামটি কার?
(A) অমিতাভ চৌধুরীর
(B) বিনয় মুখোপাধ্যায়ের
(C) রাজশেখর বসুর
(D) সমরেশ বসুর

Ans- (D) সমরেশ বসুর
(সমরেশ বসুর আর একটি ছদ্মনাম হলো “কালকূট”)।

145.”পরশুরাম”-ছদ্মনামটির সাথে কার নাম জড়িত?
(A) অমিতাভ চৌধুরীর
(B) বিনয় মুখোপাধ্যায়ের
(C) রাজশেখর বসুর
(D) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর

Ans- (C) রাজশেখর বসুর

146.”চাণক্য”- ছদ্মনামের সাথে কার নাম জড়িত?
(A) অমিতাভ চৌধুরীর
(B) বিনয় মুখোপাধ্যায়ের
(C) সুনীল গঙ্গোপাধ্যায়ের
(D) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর

Ans- (A) অমিতাভ চৌধুরীর

147.”নীললোহিত”- ছদ্মনামটি কার?
(A) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের
(B) বিনয় মুখোপাধ্যায়ের
(C) সুনীল গঙ্গোপাধ্যায়ের
(D) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর

Ans- (C) সুনীল গঙ্গোপাধ্যায়ের

148.”শ্রীনিরপেক্ষ”- ছদ্মনামের সাথে কার নাম জড়িত?
(A) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের
(B) বিনয় মুখোপাধ্যায়ের
(C) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের
(D) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর

Ans- (D) নীরেন্দ্রনাথ চক্রবর্তীর

149.”হাবু শর্মা”- নামে পরিচিত ছিলেন কে?
(A) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(B) বিনয় মুখোপাধ্যায়
(C) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(D) শৈলজা মুখোপাধ্যায়

Ans- (A) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

150.”যাযাবর”-ছদ্মনামের সাথে কার নাম বিশেষভাবে জড়িত?
(A) জানার্দ্দন মজুমদারের
(B) প্রফুল্ল রায়ের
(C) বিনয় মুখোপাধ্যায়ের
(D) সত্যেন্দ্রনাথ দত্তের

Ans- (C) বিনয় মুখোপাধ্যায়ের

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.