পলাশীর যুদ্ধ এবং ভারতবর্ষে ইংরেজ শাসন ব্যবস্থার সূচনা

71. দেওয়ানি লাভের পর রেজা খাঁকে বাংলার দেওয়ান পদে নিযুক্ত করেন-
(A) লর্ড ডালহৌসি
(B) রবার্ট ক্লাইভ
(C) লর্ড নর্থব্রুক
(D) ওয়ারেন হেস্টিংস

Ans-(B) রবার্ট ক্লাইভ
(রবার্ট ক্লাইভ রেজা খাঁকে বাংলার দেওয়ান পদে নিযুক্ত করেন রাজস্ব আদায়ের জন্য)।

72. ভারতীয় বিচার ব্যবস্থার সমন্ধে নীচের কোন বক্তব্য/বক্তব্যগুলি সঠিক?
(i) ওয়ারেন হেস্টিংস প্রতিটি জেলায় একটি করে দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন।
(ii) ওয়ারেন হেস্টিংস কলকাতায় একটি আপিল আদালত স্থাপন করেন।
(iii) কলকাতায় সুপ্রিমকোর্ট স্থাপিত হয় 1774 সালে
(iv) মেকেলে “ভারতীয় পেনাল কোর্ড”- রচনা করেন
(A) i, ii, iii
(B) i, iii, iv
(C) iii, iv
(D) ii, iv
Ans-(B) i, iii, iv
(মনে রাখবে “ভারতীয় পেনাল কোর্ড”- রচনা করেন টমাস ব্যাবিংটন মেকেলে, কিন্তু ভারতীয় পেনাল কোর্ড”-প্রবর্তন বা চালু করেন লর্ড উইলিয়াম)

73. 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাসের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
(A) লর্ড নর্থ
(B) লর্ড এলেনবরো
(C) লর্ড ময়রা
(D) পঞ্চম জর্জ
Ans-(A) লর্ড নর্থ

74. 1700 – 1753 খ্রিস্টাব্দ পর্যন্ত কোন পদ্ধতিতে পণ্যসামগ্রী সংগ্রহ করা হত?
(A) বিনিময় ব্যবস্থা
(B) চুক্তি ব্যবস্থা
(C) এজেন্সি ব্যবস্থা
(D) None of the above
Ans-(B) চুক্তি ব্যবস্থা

75. সিরাজ-উদ-দৌল্লা ও ইংরেজদের মধ্যে বিরোধের মূল কারণ কি ছিল?
(A) সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র
(B) সিরাজের প্রতি ইংরেজদের সন্দেহ মনোভাব
(C) ইংরেজদের বিনাশুল্কে বাণিজ্য পরিচালনা।
(D) উপরের কোনোটিই নয়
Ans-(B) সিরাজের প্রতি ইংরেজদের সন্দেহ মনোভাব

76. মীরকাসিম এবং ইংরেজদের মধ্যে সম্পর্কের অবনতির কারণ কি ছিল?
(A) নবাবের বিনা অনুমতিতে ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কারসাধন
(B) ইংরেজ কোম্পানির ব্যবসার উপর শুল্ক ধার্য
(C) ইংরেজদের বিনাশুল্কে বাণিজ্য পরিচালনা
(D) উপরের কোনোটিই নয়
Ans-(D) উপরের কোনোটিই নয়

77. উইলিয়াম পিটের ভারত শাসন আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোলের”-সদস্য সংখ্যা কত ছিল?
(A) 4 জন
(B) 5 জন
(C) 7 জন
(D) 24 জন
Ans-(A) 4 জন
(বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় 1784 সালে।
* বোর্ড অফ কন্ট্রোলে 6 জন কমিশনার ছিলেন (1 জন সেক্রেটারি অফ স্টেট, 1 জন ব্রিটিশ অর্থসচিব এবং 4 জন প্রিভি কাউন্সিলের সদস্য)
* এর প্রথম সভাপতি ছিলেন লর্ড সিডনি (1784 – 1790)।

78. 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে পরিচালক সভার সদস্য নিযুক্ত হন-
(A) 12 জন
(B) 24 জন
(C) 28 জন
(D) 18 জন
Ans-(B) 24 জন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.